ভারত প্রায় বাদ পড়ায় এসিসির বিরুদ্ধে মামলা আইসিসির

৯৪৯ পঠিত ... ১৫:০৬, সেপ্টেম্বর ০৭, ২০২২

ACCr-biruddhe-mamla

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার সাথে হেরে ভারতের ফাইনাল খেলা প্রায়ই অনিশ্চিত হয়ে গিয়েছে। পড়ে আছে নানান সমীকরণের নিচে।

জিনিসটিকে মোটেও ভালোভাবে নেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারত এভাবে সমীকরণের সামনে ফেলে দেয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নামে মামলা করার ঘোষণাও দিয়েছেন সংস্থাটি। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আইসিসির এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, ‘বিশ্বাস করে এশিয়া কাপের দায়িত্ব ওদের হাতে তুলে দিয়েছিলাম। ওরা যে আমাদের সাথে এমন বেঈমানি করবে ‘ ভাবতে পারিনি।‘

ভারতকে ছাড়া এশিয়া কাপের ফাইনাল কল্পনা করতে পারছেন না বলেও জানান অন্য এক কর্মকর্তা। ইনিও নিজের ফেক আইডি থেকে বলেন, ‘ঘুমাইলেই স্বপ্নে দেখছি ভারত ফাইনালে নাই। কলিজাটা ছ্যাঁৎ করে উঠতেছে! এখন যদি সমীকরণ না মেলে, আমাদের কী হবে! এই মুখ ভারতকে কীভাবে দেখাবো!’

ভারতকে ফাইনালে উঠাতে ব্যর্থ হলে কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন একজন। নিজের বক্তব্যে এই কর্মকর্তা বলেন, ‘ক্যামনে কী মিলাবে জানি না! কিন্তু মিলাতে হবে। ফাইনালে ভারতকে নিতেই হবে। ওনারা জানে, কীভাবে কমিটির টিমকে ফাইনাল খেলাতে হয়।‘

৯৪৯ পঠিত ... ১৫:০৬, সেপ্টেম্বর ০৭, ২০২২

Top