প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রীও

৩৪১ পঠিত ... ১৬:৪৯, সেপ্টেম্বর ০৬, ২০২২

Prostut-hocchen-amader-pat-o-bostro-montrio (2)

ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন পাট ও বস্ত্র মন্ত্রী। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি। যদিও তিনি কেন প্রস্তুত হয়েছেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি ভূয়া সূত্রটি থেকে।

তবে এ নিয়ে আমরা দেশের বেশ কিছু নকল বুদ্ধিজীবীর স্বরনাপন্ন হয়। পাট ও বস্ত্রমন্ত্রীর প্রস্তুতি সম্পর্কে কিছু ধারণাও দেন তারা। এমনই একজন, ‘কেন প্রস্তুত হচ্ছেন তা তো জানি না। তবে সবসময় প্রস্তুত থাকা ভালো। হয়তো উনি পাট ও বস্ত্র শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেটা তো ওনার নিতেই হবে।‘

বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলেন বুদ্ধিজীবী কলিমুল্যাহ খানও। তিনি বলেন, ‘দেখুন, প্রস্তুতি শব্দটি এসেছে পারস্য থেকে। পারস্যে তখন প্রস্তুতি নিয়ে নানা আলাপ-আলোচনা চলছিলো। সে সময়ে দুই ভাই দেক জারিজা ও বেমন দ্য কুইন্স প্রস্তুতির উপর একটি বই লেখেন। সেই বই তখন পারস্য একটা বিপ্লব এনে দিয়েছিলো। আপন যদি আরও আগে যান, দেখবেন ১৫০০ শতাব্দির দিকে অটোম্যান সম্রাট সুলতান সুলেমান কিন্তু মুহিব্বি ছদ্মনামে কবিতা লিখতেন। সেখানেও তিনি প্রস্তুতির কথা লিখেছেন। সুতরাং, এটিকে অস্বীকার করার কোন সুযোগ নেই।‘

প্রস্তুতি সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মিস্টার একবাল। তিনি বলেন, ‘প্রস্তুতি নেয়া ভালো। উনি প্রস্তুতি ভালো নিতে পারবেন। উনি প্রস্তুতি নিচ্ছেন জানলে আমরা চিন্তা মুক্ত থাকতে পারিও। কারণ আমরা জানি উনি প্রস্তুতি নিচ্ছেন।‘

৩৪১ পঠিত ... ১৬:৪৯, সেপ্টেম্বর ০৬, ২০২২

Top