হুমায়ূন আহমেদের জীবনীর উপর ভিত্তি করে বানানো হয়েছে হাউজ অফ দ্য ড্রাগন, দাবি হুমায়ূন ভক্তদের

৬৬৮ পঠিত ... ১৭:২৭, সেপ্টেম্বর ০৪, ২০২২

House-of-dragon-humayuner-jiboni

মহা সমারোহে চলছে গেম অফ থ্রোনস সিরিজের প্রিক্যুয়েল হাউজ অফ দ্য ড্রাগন। প্রথম সিজনের দুই পর্ব ইতোমধ্যে মুক্তি পেয়েছে। এদিকে এই সিরিজ নিয়ে নতুন এক অভিযোগ তুলেছেন বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ভক্তরা। দুই পর্ব দেখে তারা দাবি তুলেছেন, হাউজ অফ দ্য ড্রাগন সিরিজটি হুমায়ূন আহমেদের জীবনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

নিজেদের দাবির পক্ষে নানান যুক্তিও তুলে ধরেছেন তারা। তারা জানান, হাউজ অফ দ্য ড্রাগনের অন্যতম প্রধান চরিত্র ভিসেরিস এর ফার্স্ট নেম চার অক্ষরের পাশাপাশি হুমায়ূন আহমেদের ফার্স্ট নেমও চার অক্ষরের। হুমায়ূন আহমেদ লেখালেখির পাশাপাশি অনেক পড়ালেখাও করতেন। ভিসেরিস চরিত্রটিকেও বেশ পড়ুয়াই দেখানো হয়।

হুমায়ূন আহমেদকে বাংলা সাহিত্যের কিং দাবি করে অন্য এক ভক্ত বলেন, ‘হুমায়ূন আহমেদও কিং, ভিসেরিসও কিং। তাহলে আপনারাই বলুন, এই গল্প তারা কোথা থেকে পেয়েছে! আমরা যেন তাদের এই চালাকি ধরতে না পারি সেজন্য তারা বুদ্ধি করে ভিসেরিসের চুলও বড় রেখেছে। কী চালাক!’

যদিও কেউ কেউ এই দাবিকে এক প্রকার উড়িয়ে দিচ্ছেন। যুক্তি দেখাচ্ছেন তারাও। এমনই একজন বলেন, ‘ভিসেরিসের ভাই মাত্র একটা, হুমায়ূন আহমেদের তিনটি। অন্যদিকে হুমায়ূন আহমেদের কন্যা ৩ জন হলেও কিং ভিসেরিসের কন্যা একজন। এটি কোনভাবেই হুমায়ূন আহমেদের জীবনীভিত্তিক সিনেমা হতে পারে না।‘

৬৬৮ পঠিত ... ১৭:২৭, সেপ্টেম্বর ০৪, ২০২২

Top