নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হেলমেট বিক্রির নতুন উদ্যোগ

৯০৩ পঠিত ... ১৬:০৬, সেপ্টেম্বর ০৩, ২০২২

Halmet-er-dokan (2)

সম্প্রতি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আংশিক কমিটি ঘোষণা করে সম্মিলিতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়।

এদিকে এই ঘটনার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভ্রাম্যমান হেলমেট দোকান দিয়ে নতুন এক উদ্যোগ শুরু করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের এক শিক্ষার্থী। যদিও ছাত্রলীগের কমিটি ঘোষণার সাথে নিজের এই উদ্যোগের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।  

নিজের নতুন উদ্যোগ সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে নতুন দিনের সূচনা হচ্ছে। এখন হেলমেটের বেশ চাহিদা থাকবে বলে আমার বিশ্বাস। সেজন্য ব্যবসাটা শুরু করলাম। প্রথম দিনই বেশ ভালো বিক্রি হয়েছে। আশা করি ভবিষ্যতে বেশ ভালো বিক্রি হবে।‘

নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘এখন এনএসইউর সামনে দিছি। ভাবতেছি ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্টের সামনেও দোকান দিবো। দুইটা ভ্যান ইতোমধ্যে বানানোর অর্ডার দিয়ে দিয়েছি।‘

নিজের টার্গেটেড কাস্টমারের ব্যাপারে জানাতে গিয়ে এই শিক্ষার্থী বলেন, ‘যাদের বাইক নেই তাদের কাছে আমি হেলমেট বিক্রি করবো না। আপনারা প্লিজ বাইক না থাকলে আমার কাছে হেলমেট কিনতে আসবেন না।’ বলেই তিনি একটু মুচকি হাসি দেন।

৯০৩ পঠিত ... ১৬:০৬, সেপ্টেম্বর ০৩, ২০২২

Top