এরশাদের স্মৃতি ফিরিয়ে আনলো জামায়াত ইসলামি বাংলাদেশ

৮১১ পঠিত ... ১৭:২৬, আগস্ট ৩০, ২০২২

Ershader-smriti

কিছুদিন আগে জামায়াতের আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাবে। সেখানে তিনি জানান, জামায়াত ইসলামি বাংলাদেশ আর বিএনপি জোটে নেই। এদিকে গতকাল বিবিসি বাংলার এক সংবাদ মারফত জানা গেছে, আসলে বিএনপি জোট ছাড়ছেন না জামায়াত ইসলামি বাংলাদেশ।

সপ্তাহের মধ্যেই জামায়াতের এমন ৩৬০ ডিগ্রি ঘুরে দাড়ানো মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রয়াত রাজনীতিবিদ হুসেইন মুহম্মদ এরশাদকে। একটি কাল্পনিক সাক্ষাতকারে এমনটাই বলছেন হুসেইন মোহাম্মদ এরশাদের এক ডাইহার্ড ফ্যান।

আবেগে চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘নস্টালজিক হয়ে গেলাম ভাই। কতদিন পর পল্টিবন্ধু থুক্কু পল্লিবন্ধুর স্মৃতি মনে করিয়ে দিলো জামায়াত।‘

এই সময়ে জামায়াতে যোগ দেয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘জাপা করতে করতে স্টেবল লাইফ আর ভাল্লাগে না। একটু পল্টিবাজি করতে ইচ্ছে করে। এরশাদ সাহেব চলে যাওয়ার পরে সেজন্য এতোদিন কোন দলে যোগ দেইনি। এখন মনে হচ্ছে জামায়াতে যোগ দিতে পারবো।‘

নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স ধরে রাখার অনুরোধ করে তিনি জামায়াত ইসলাম বাংলাদেশকে বলেন, ‘ফর্ম ধরে রাইখেন। সবচেয়ে ভালো হয় কালকেই যদি আবার বলেন, জোটে নাই। তাহলে আরও কিছু লোকজন আছে, যারা যোগ দিবে।‘

৮১১ পঠিত ... ১৭:২৬, আগস্ট ৩০, ২০২২

Top