বেগমপাড়ায় চলছে ফ্ল্যাট বিক্রির ধুম

৬১৮ পঠিত ... ১৬:২৬, আগস্ট ১৩, ২০২২

Begom-paray-flat-bikroy

কানাডার বেগমপাড়ায় হুট করে ফ্ল্যাট বিক্রির ধুম শুরু হয়েছে। জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বক্তব্যের পর এমন পরিস্থিতি দেখা গেছে।

গতকাল এক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বেহেশতে আছে।‘ এই বক্তব্যের পরই কানাডার বেগমপাড়ার অনেকেই নিজেদের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন। ফিরে আসতে চাচ্ছেন বাংলাদেশ নামক বেহেশতে।  

সরেজমিনে গিয়ে এক বেগমপাড়া নিবাসীর সাথে কথা বললে তিনি বলেন, ‘বেহেশতে থাকবো বলে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বেগমপাড়ায় বাড়ি কিনেছিলাম। এখন দেখি বেহেশত আসলে আমি ফেলে এসেছি। সেজন্য ফ্ল্যাট বিক্রি করে দিলাম। বেহেশতের গুলশানের দিকে নতুন করে কিছু কেনা যায় নাকি দেখি।‘

তুলনামূলকভাবে বেশ কম দামেই বিক্রি হচ্ছে ফ্ল্যাটগুলো। এমনটাই জানালেন কানাডার এক বাসিন্দা। আগের চেয়ে অর্ধেক দামে দুটো ফ্ল্যাট কেনা এই বাসিন্দা বলেন, ‘কিছুদিন আগে ডাবল দামে বাংলাদেশিদের কাছে কিছু বাড়ি বিক্রি করছিলাম। এখন ওরা আবার অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে। নিয়ে নিলাম। ওরা নাকি এবার বেহেশতে যাবে। বেহেশতটা কোথায় বলতে পারেন? আমিও দু-একটা বাড়ি কিনবো ভাবছি।‘

বেগমপাড়ার কিছুকিছু বাসিন্দা যদিও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। এমনই একজন বলেন, ‘আগে শুনতাম বাংলাদেশ বসবাস অযোগ্য দেশ। এখন দেখি ওটা বেহেশত হয়ে গেছে। আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে ওরা বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।‘

৬১৮ পঠিত ... ১৬:২৬, আগস্ট ১৩, ২০২২

Top