হলে ও মেসে ব্রয়লার মুরগি নিষিদ্ধ চায় হলের ছেলেমেয়েরা

১৫১৮ পঠিত ... ১০:৩১, আগস্ট ১০, ২০২২

Broiler-murgi

প্রখ্যাত বিজ্ঞানী মুফতি কাজী ইব্রাহীম কিছুদিন পরপরই তার বিভিন্ন যুগান্তকারী আবিষ্কার দিয়ে আমাদেরকে মুগ্ধ করেন। বিজ্ঞানের নানান শাখা-প্রশাখায় তার প্রাত্যাহিক বিচরণ। সম্প্রতি এক ভিডিওতে চিকিৎসা বিজ্ঞানের নতুন এক তত্ব জানিয়েছেন তিনি।

এই প্রখ্যাত বিজ্ঞানী বলছেন, ব্রয়লার মুরগি খেলে ছেলে ছেলের প্রতি  এবং মেয়ে মেয়ের প্রতি আকর্ষিত হয়। বিপরীত লিঙ্গের প্রতি তাদের অনীহা জন্মায়।

এমন আবিষ্কারে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে হল ও মেসে থাকা ছেলেমেয়েরা। তারা ইতিমধ্যে ব্রয়লার মুরগি রান্না বন্ধ করার জন্য হল সুপারভাইজারদের নিকট আবেদন করেছেন।

এ ব্যাপারে ঢাবি জহিরুল হক হলের ফাহাদ(২১) নামে এক শিক্ষার্থী জানান, ‘হুজুরের কথা শুনে ফানি মনে হলেও এটাই সত্য। কয়েকদিন আগেই আমার দুইটা ফ্রেন্ডের একসাথে ব্রেক আপ হইছে। তখন ব্যাপারটা সেভাবে বুঝতে পারি নাই, শুধু দেখতাম ওরা দুইজন সারাদিন একসাথে থাকে। এখন ইব্রাহীম স্যারের কথা শুনে বুঝতে পারছি....’

ফাহাদ আরও জানান, কোন মেয়ে বন্ধু না থাকায় তিনি ব্রেকআপ করতে পারছেন না। তবে হলে ওঠার পর থেকে তার বেশ কিছু ঘনিষ্ঠ ছেলে বন্ধু আছে।

এদিকে এক গোপন সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে স্বামীকে ডিভোর্স দেবার কথা ভাবছেন এমন কয়েকজন স্ত্রী বাসায় তিনবেলা ব্রয়লার মুরগি রাঁধছেন।

তবে এতে বেশ নাখোশও হয়েছেন ব্রয়লার প্রেমী মানুষরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রয়লার প্রেমী জানান, ‘হুজুরের এই ধরণের জরিপ করা ঠিক হয়নি। আমি ব্রয়লার মুরগি খাই দেখে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওর ধারণা অচিরেই আমি সমকামী হয়ে যাবো!’

১৫১৮ পঠিত ... ১০:৩১, আগস্ট ১০, ২০২২

Top