বাংলাদেশে চলে এসেছে ইনস্টাগ্রাম মিউজিক। প্রথম ইন্টারনেট ব্যবহার চালু হওয়ার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এই দিনটিও। এই ইনস্টাগ্রাম মিউজিক আসাকে কেন্দ্র করেই আশেপাশে ঘটছে নানা ঘটনা। তবে যে ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো,বাংলাদেশে ইনস্টাগ্রাম মিউজিক চালু হওয়ায় আমেরিকায় পড়তে যাওয়া ক্যান্সেল করেছেন বনানীর ঐশী নামের এক তরুণী।
এক ভুয়া সূত্রে জানা যায়, ঐশী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। খুব শীঘ্রই তার নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়তে যাবার কথা, এমনকি তার ভিসার কাজও শেষ। হঠাৎই ইনস্টাগ্রাম মিউজিক আসায় সিদ্ধান্ত পরিবর্তন করেন ঐশী। এতে যেমন অবাক হয়েছে তার পরিবার, তেমনি তার বন্ধুরাও।
এ ব্যাপারে ঐশী বলেন (২৩), ‘আমি বেসিকলি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। পড়াশোনাটা শেষ করবো জাস্ট সার্টিফিকেটের জন্য, এরপর বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশান করেই ক্যারিয়ারের চিন্তা আছ সো, বুঝতেই পারছেন ইনস্টাগ্রাম মিউজিক ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর মি। কোন ছবির সাথে মিউজিক অ্যাড করার পর ভাইভটাই ডিফ্রেন্ট হয়ে যায়! মূলত এজন্যই বাইরে যেতে চাচ্ছিলাম। বাট যখন দেখলাম যে আইজি মিউজিক ইজ ইন মাই কান্ট্রি নাও, আই জাস্ট চেঞ্জড মাই ডিসিশন...’
শুধু তাই নয়, আরেক তদন্তে দেখা গেছে, এই ঘটনার পর থেকে বিদেশ থেকে দেশে ফিরে আসছে লাখ লাখ প্রবাসী। এদের বেশিরভাগেরই বয়স ১৩-৩০ বছর। ধারণা করা হচ্ছে, এদের ফিরে আসার সাথে ইনস্টাগ্রাম মিউজিকের কোন এক গোপন যোগসুত্র রয়েছে।
তবে ঐশীর বন্ধুরা তার সম্পর্কে জানান, ‘আরে রাখেন ভিসা বাতিলের আলাপ, ভিসার অ্যাপ্লাই জীবনে করছে নাকি ওইটা খোঁজ নিয়া দেখেন। সেই ফার্স্ট ইয়ার থাইকা শুনতেছি ক্রেডিট ট্রান্সফার করবে.. এইগুলা হইলো ফাঁপরবাজি।’