জিম্বাবুয়েকে কারণ দর্শানোর নোটিশ

১৬৭৮ পঠিত ... ১৫:১৩, আগস্ট ০৩, ২০২২

Zimbabwe-karon-dorshanor-notice

প্রথমবারের মত জিম্বাবুয়ের সাথে ক্রিকেট সিরিজ হারলো বাংলাদেশ। ফর্ম ফেরাতে গিয়ে এমন নাস্তানাবুদ হারে স্বাভাবিকভাবেই ভালোভাবে গ্রহণ করেনি বাংলাদেশ। এক কাল্পনিক সূত্র থেকে জানা গেছে, জিম্বাবুয়ে ক্রিকেট দলকে এমন জয়ের জন্য কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ওদের সাথে তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এমন না। সেজন্যই তো আমরা বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা এভাবে বিশ্বাস ভঙ্গ করবে তা আমাদের জানা ছিলো না। ওরা একটা ম্যাচ জিততে পারতো! তাও ওদেরকে মাফ করে দেয়া যেতো।‘

বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। জিম্বাবুয়েকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। এ অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেবো না।‘    

জিম্বাবুয়ের বিকল্পও খোঁজার কাজও ইতোমধ্যে শুরু করে দিয়েছে বিসিবি। বিসিবির অন্য এক কর্মকর্তা কাউকে না বলার শর্তে আমাদেরকে বলেন, ‘জিম্বাবুয়ের বিকল্প খোঁজার কাজও আমরা শুরু করে দিয়েছি। ওদের সাথে আর নয়। হুনুলুলু, উগান্ডা, কাতারসহ অনেকের সাথেই আমাদের কথাবার্তা চলছে। তাতেও কাজ না হলে বাংলাদেশ দলকে দুভাগ করে একভাগকে জিম্বাবুয়ের জার্সি পরিয়ে নামিয়ে দেবো। আমরা কারও উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না।‘   

নতুন জিম্বাবুয়ে খোঁজার এই অখণ্ড অবসর সময় নিয়ে পরিকল্পনা কী জানতে চাইলে বাংলাদেশ দলের এক সিনিয়র ক্রিকেটার কিছুটা রেগে যান। রেগে গিয়ে তিনি বলেন, ‘ ভদ্রভাবে কথা বলুন! অবসর কী? হুঁ? অবসর কী? আমার সামনে আর কখনো এই ধরনের ফালতু শব্দ উচ্চারণ করবেন না।‘

১৬৭৮ পঠিত ... ১৫:১৩, আগস্ট ০৩, ২০২২

Top