বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজে পাচ্ছেন না বিদেশিরা

৫২০ পঠিত ... ১৭:৫২, জুলাই ২৬, ২০২২

Biyer-jonno-patri-pacchena-bideshira (1)

'প্রেমের টানে ইতালি-জার্মানি-আমেরিকার ছেলে-মেয়ে এসে পড়েছে বাংলাদেশে' এমন সব খবর কিছুদিন পরপরই উঁকি দিয়ে ওঠে গণমাধ্যমে। শোনা যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির মত প্রেমের টান নামে বাংলাদেশে নাকি এক নতুন ধরনের শক্তির সন্ধানও পাওয়া গেছে! কিন্তু এতে খুশি হওয়ার বদলে ক্ষেপে উঠছে বাংলাদেশের বাহিরে থাকা হতভাগ্য পাত্র-পাত্রীরা।  

'পাত্র-পাত্রী খুঁজে দেওয়া হয়' এমন বিজ্ঞাপনের বদলে বিদেশি গণমাধ্যম সয়লাব হয়ে যাচ্ছে 'পাত্র-পাত্রী আটকানো হয়' মূলক বিজ্ঞাপন। তবে বিদেশি কলিকাতা হারবাল থেকে কবিরাজের পানি পড়া, কোনো কিছু দিয়েই আটকে রাখা যাচ্ছে না বিদেশি তরুণ-তরুণীদের। প্রেমের টানে তরুণ-তরুণীরা নিজ দেশ ছেড়ে দেওয়ায় চিন্তায় পড়েছেন অনেকেই। বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজে পাচ্ছেন না তারা।  

এমনই এক ব্রিটিশ যুবকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি জানান, 'এক কালে আমাদের অত্যাচারে বাংলাদেশিরা টিকতে পারতো না। আমাদের দাদার দাদাদের করা শাসন শোষণের প্রতিশোধ তারা এভাবে পাত্র-পাত্রী ভাগিয়ে নেবে তা কখনোই চিন্তা করতে পারিনি। আমরা না হয় একটু বাংলার ধন-সম্পদই লুট করেছিলাম, আর পরের ধরে পোদ্দারি করেছিলাম, তাই বলে তারা আমাদের দেশের সব ছেলে-মেয়েকে বিয়ে করে ফেলবে? কোন কালে একবার স্বাধীন বাংলার সূর্য ডুবাইসিলাম বলে তারাও আমাদের এভাবে ডুবাইলো?   

এদিকে লর্ড ক্লাইভের বংশধর এক তরুণী বলেন, 'আমার গ্রেট গ্রেট গ্র‍্যান্ডফাদার তো আগেই বুঝেছিলেন বাংলার পটেনশিয়াল। কিন্তু গাধার মত উল্টাপাল্টা শাসন করতে গিয়ে ঝামেলায় পড়লো। তবে এখন অন্যরাও বুঝতে পারছে। আমিও চেষ্টা করছি বাংলাদেশি কোনো তরুণকে পটিয়ে সেখানে সেটেল হওয়ার। আগামী পাঁচ বছরের মধ্যে তো নিজের দেশে কোনো ছেলে-মেয়েই থাকবে না বিয়ে করার মতো।'

৫২০ পঠিত ... ১৭:৫২, জুলাই ২৬, ২০২২

Top