নিজের ঘাম থেকে লবণ উৎপাদন করে কোটিপতি রাজশাহীর এক যুবক

২০৯৭ পঠিত ... ১৮:৩২, জুলাই ১৮, ২০২২

Gham-theke-lobon

চলছে গ্রীষ্মরূপী বর্ষাকাল। চারদিকে গা ঝলসানো রোদ, নেই বৃষ্টির ছিঁটেফোঁটা। তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হলেও কেউ কেউ কিন্তু একে কাজেও লাগাচ্ছেন। তেমনি এক যুবকের কথা জানা গেলো রাজশাহীতে। রাজশাহীর জলিল(২৫) নামের এই  যুবকের নিজের শরীরের ঘাম থেকে লবণ উৎপাদন করে কোটিপতি হয়েছেন। চাঞ্চল্যকর এ সঙবাদ শুনে জলিলের বাড়িতে ভীড় করছেন আশেপাশের জেলার অনেক মানুষ।

এ ব্যাপারে জলিল বলেন, ‘অন্যান্য বছর নিজের শরীর থেকে যতটুকু লবণ বানাইতাম, ওইটা দিয়ে  শুধু নিজের বাড়িতে লবণের চাহিদা মিটতো। বিক্রি করার মতো প্রচুর ছিলো না। আর এবার! খোদার কী অসীম দয়া, নিজেরা তো খেলামই, আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় বিলি করে একটা ফ্যাক্টরি দিয়ে দিলাম। কিছুদিন আগে বিদেশেও এক্সপোর্ট শুরু হইছে...’

কীভাবে করেন জানতে চাইলে জলিল জানান,‘খুব সিম্পল ট্রিক। যেখানেই যাই বড় একটা গামলা রাখি,  প্রতি ফোঁটা ঘাম ওইখানে জমাই। যেদিন রোদ কম থাকে, ওইদিন ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করি। গামলার ঘামগুলা অনেকদিন ছায়ায় রাখার পর আস্তে আস্তে লবণের অধঃক্ষেপ শুরু হয়। এরপর আরেকটু প্রসেস করলেই হয়ে যায়।’

জলিলের এমন আবিষ্কারে শুভেচ্ছা জানিয়েছে সরকারি দলের এক নেতা। এটিকে দেশ ডিজিটাল হওয়ার সুফল বলে জানান তিনি। শিক্ষাক্রমে ঘাম থেকে লবণ উৎপাদন বিষয়ক একটি শিক্ষাবর্ষ রাখার ভাবনার কথাও জানান তিনি।

২০৯৭ পঠিত ... ১৮:৩২, জুলাই ১৮, ২০২২

Top