গরুর কালারের সাথে মিলিয়ে জামা বানালেন ধানমণ্ডির বিপাশা

৭৬৯ পঠিত ... ১৮:৩৮, জুলাই ০৫, ২০২২

gorur-sathe-miliye-jama

ইদ উপলক্ষ্যে বাড়িতে সাদা গরু আনার পর থেকে ধানমণ্ডির বিপাশা খুঁজে বেড়াচ্ছিলেন গরুর রঙ্গের সঙ্গে মিলিয়ে জামা। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি একই রঙ্গের জামা বানাতে সক্ষম হয়েছেন।

আমাদের eআরকির প্রতিবেদককে ধানমণ্ডির বিপাশা জানান, 'আগেই বাবাকে বলে রেখেছিলাম যেন অস্ট্রেলিয়ান সাদা-কালো ডোরাকাটা গরু কেনে, গরুর সঙ্গে মিলিয়ে একটা কিউট সাদা-কালো জামা বানাবো। কিন্তু বাবা নিয়ে এসেছে অফ হোয়াইট কালারের গরু। অনেক খুঁজেও একেবারে পারফেক্ট গরুর রঙ্গের সঙ্গে কাপড় মেলাতে পারছিলাম না। চাঁদনি চক টু নূরজাহান টু গুলিস্তান সবখানে খুঁজে ফেলেছিলাম। শেষমেশ এক দোকানদার মামাকে বললাম গরুর দুধকে জাল দিতে দিতে ঘন করে ফেললে যে রঙ হয়, সেই রঙের কাপড় দেখাতে। সেই মামাই তো গোডাউন থেকে শেষমেশ পারফেক্ট কাপড়টা এনে দিল।'

বিপাশা আরো বলেন, 'ভাবছি ওড়নাটা কিনবো গরুর লেজের সঙ্গে মিলিয়ে একটু কালো রঙের। জুতা, কানের দুল, লিপস্টিকের শেড-ও তো মিলিয়ে কেনা বাকি...'

এদিকে গরুর সঙ্গে মিলিয়ে জামা কেনার কাণ্ড দেখে বিপাশার বাবা হাসান সাহেব বলেন, 'ভেবেছিলাম একেবারে সাদা গরু নিয়ে গেলে মেয়েটার মাথা থেকে এসব ভূত নামবে, কিন্তু এখন দেখছি সাদারও একশো বাইশটা শেড বের করে বলছে সেই রঙের আই শ্যাডো কিনে দিতে। কী যে বিপাকে পড়লাম।' বিপাশার মা জানান, 'মেয়ে শুধু জামাতেই থামছে না, গরুকেও সাজায় ছাড়বে। জামায় নাকি কীসব ফুল-লতা-পাতা আছে, গরুর শরীরেও নাকি এখন সেসব আঁকবে! নাহলে নাকি তার জামার সাথে গরুর মিল পারফেক্টভাবে হচ্ছে না। কী করা যায় বলুন দেখি!'

৭৬৯ পঠিত ... ১৮:৩৮, জুলাই ০৫, ২০২২

Top