বরিশালের বাসে সিটে বসছেন না যাত্রীরা

৩৭১৮ পঠিত ... ১৬:২৭, জুলাই ০৫, ২০২২

Barishaler-bus-e-seat-e-boshchena-jatrira

বরিশালের যাত্রীদের নিয়ে পদ্মা সেতু হয়ে পারাপার বাসগুলো পড়েছে বেশ বিপাকে। জানা যায়, বরিশালের কোন যাত্রীই বাসী উঠে সিটে বসছেন না। বাসে সিটের মাঝখানের গলিতে মাদুর বিছিয়ে শুয়ে থাকছেন। বাসে উঠছেনও কাঁথা কম্বল নিয়ে।

এমন সমস্যা নিয়ে ঝামেলায় পড়েছেন বাসের ড্রাইভার ও হেল্পাররা। এমনই একজন বলেন, ‘সবাইকে দেখি কাঁথা, কম্বল নিয়ে বাসে উঠছে। বললাম, এখানে কাঁথা লাগবে না। সিটেই বসতে পারবেন। আমাকে ধাক্কা দিয়ে বললো, এডা তোর কীসের বাস ব্যাডা! সিটে বসা লাগবে! আমরা ডেকে বসে যাবো।‘

বাসের ভেতরের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন বরিশালগামী যাত্রীরাও। এমনি একজন বলেন, ‘ভিত্রে কোন জায়গা নাই! সব সিট দিয়ে ভরা। বিছানা করতে পারতেছি না। তাসও খেলতে পারছি না। পদ্মা সেতু দিয়ে এইসব বাস টাস না দিয়ে কিছু লঞ্চ দিয়ে দেন!’

অন্য একজন বলেন, ‘ভিত্রে টয়লেট নাই, খাবারের দোকান নাই। এইটা কোন ধরনের ফাইজলামি? ডেকে ডেকে নাকি হাঁটাও যায় না। একটা টিভি আছে, ওইটাতে আবার গান লাগাইয়া রাখছে, আলেকজান্ডারের সিনেমা নাই!’

এদিকে বাসে কেবিন না থাকায়ও তীব্র আপত্তি জানিয়েছেন বরিশালের এক কাপল। তারা বলেন, ‘বরিশালের বাসে আপনারা কেবিন রাখবেন না! এটা কেমন কথা? আমরা ফকিন্নি না যে, কেবিন ছাড়া যাবো। কেবিনসহ বাস আনলে তারপর বইলেন!’

৩৭১৮ পঠিত ... ১৬:২৭, জুলাই ০৫, ২০২২

Top