নাট বল্টু খোলা ছেড়ে দেবে বলে জানিয়েছে মোহাম্মদপুর মিস্ত্রী কল্যাণ সমিতি

৩৭৭ পঠিত ... ১৭:৪২, জুন ২৯, ২০২২

285124492_2364541777041900_3198145844503041619_n

বাসার কিছু ফিটিংসের কাজ করার জন্য মিস্ত্রী আনেন মোহাম্মদপুরের শামিম নামের বাসিন্দা। কিন্তু অন্যান্য কাজ করলেও হুট করে নাট-বল্টু খোলার কাজ আসলে তা করতে অস্বীকার করেন মিস্ত্রী। শুধু শামিম না, এমন ঘটনা ঘটেছে আরও অনেকের সাথে।

সরেজমিনে গিয়ে জানা যায়, অজ্ঞাত কারণে অনেক মিস্ত্রী নাট-বল্টু খোলা বন্ধ করে দিয়েছে। মোহাম্মদপুর মিস্ত্রী কল্যাণ সমিতি থেকে ইতোমধ্যে নাট-বল্টু খোলা ছেড়ে দেয়ার বিবৃতিও দেয়া হয়েছে। কোন মিস্ত্রী খুললেও নিজ দায়িত্বে খুলতে হবে বলে জানান সমিতির সভাপতি।

তিনি বলেন, ‘নাট-বল্টু খুলে পরে জেলে গেলে কিংবা রিমান্ড খেলে সমিতি কোনভাবেই তার জন্য দায়ী থাকবে না। কেউ খুললে নিজ দায়িত্বে খুলবেন।’

যদিও কিছু কিছু মিস্ত্রী নিষেধাজ্ঞা অমান্য করেও নাট-বল্টু খুলছেন। নিচ্ছেন স্বাভাবিকের চেয়ে বেশি মজুরী। সাথে দিয়ে দিচ্ছেন কিছু শর্তও। এমন একজন বলেন, ‘আমি নাট-বল্টু খুলি গভীর রাতে। ঘরে মোবাইল, ক্যামেরা এমন কোন ডিভাইস থাকলেও নাট-বল্টু খুলি না। বলা তো যায় না, কখন জীবনটা টিকটক হয়ে যায়।’

৩৭৭ পঠিত ... ১৭:৪২, জুন ২৯, ২০২২

Top