সারাদিন নেটফ্লিক্স দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন বড়লোকের ছেলে সাদাফ

৬৪২ পঠিত ... ১৮:২৪, জুন ২৮, ২০২২

Boroloker-chele-sadaf

গতকাল প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। চান্স পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নানা তরুণ-তরুণী। বরাবরের মতই তাদের বেশিরভাগেরই দরিদ্র পরিবারেই জন্ম নেওয়া ও বেড়ে ওঠা। দুই বেলা খেতে না পেলেও পড়ালেখা বন্ধ করেননি কেউ কেউ। তবে এর ব্যতিক্রমও যে হতে পারে এই কথাটি মনে করিয়ে দিয়েছেন সাদাফ রহমান অনন্য (২০) নামের এক যুবক। সাদাফের পরিবার বিশাল টাকার মালিক। বাসার সবার সাথে কথা বলে জানা যায়, সারাদিন নেটফ্লিক্স আর ফেসবুকিং করেই টাইম পেতেন না সাদাফ। সেখান থেকেই সময় বাঁচিয়ে যতটুকু পেরেছেন পড়ালেখা করেছেন। —এভাবেই তার স্ট্রাগলের কথা বলতে বলতে কেঁদে ফেলেন তার মা।

এ ব্যাপারে সাদাফ জানান, ‘সারাদিন নেটফ্লিক্স দেখেছি, ফেসবুক চালিয়েছি, ভিডিও গেইম খেলেছি, আড্ডা দিয়েছি। এগুলোর ভেতর পড়াশোনা করার একদম সময় পেতাম না। তবুও একদম থেমে যাইনি। সিরিজ দেখার মাঝেমাঝে বই খুলেছি। এতো কষ্ট হতো পড়তে! অনেকদিন এমন হয়েছে ফেসবুকে কোনো সুন্দরী মেয়ে নক দিচ্ছে। পড়তে হবে ভেবে উঠে যাচ্ছি। কী পরিমাণ মানসিক শক্তি থাকলে এতো সুন্দর মেয়েদের উপেক্ষা করে পড়তে বসা যায়, চিন্তা করতে পারবেন না...’

সাদাফ আরও বলেন, ‘বিশ্বাস করবেন কি-না জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আমার একটা ডেট ছিলো। আসলে ভুলেই গিয়েছিলাম সেদিন এক্সাম আছে। যখন মনে পড়েছে, ডেট বাদ দিয়ে আমি পরীক্ষাকেই চুজ করেছি। এরপরই মেয়েটি আমার সাথে ব্রেকাপ করে ফেলে। এই কষ্টে আমি সাত মিনিট বেঁহুশের মতো কেঁদেছিলাম। সৃষ্টিকর্তা এসব কষ্টেরই পারিশ্রমিক দিয়েছেন সম্ভবত....’ এই বলে মুচকি হাসেন তিনি।

সাদাফের এই সাফল্যে ভীষণ গর্বিত তার গোটা পরিবার। সাদাফের বাবা আব্দুল হাই জানান, ‘ছেলেটাকে দেখি নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে চলাফেরা করে। কতবার বলেছি একটা ড্রাইভার রাখতে। টাকা পয়সা বাঁচাতেই হয়তো সে রাখে না ড্রাইভার। তখন তার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে আসে। মাঝেমাঝে ভাবতে অবাক লাগে, এতো কষ্ট করার পর কখন ও পড়ালেখা করে? কীভাবে সম্ভব এটা?...’

এক গোপন সূত্রে জানা গেছে, চান্স পাওয়ার পর থেকেই সাদাফ বিভিন্ন জায়গায় মোটিভেশনাল বক্তব্য রাখতে যাচ্ছেন। তিনি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন বলে সূত্রটি জানায়।

৬৪২ পঠিত ... ১৮:২৪, জুন ২৮, ২০২২

Top