পদ্মা সেতুতে চড়ার জন্য বাইকারদের কোচিং করাতে আসছেন অজয় দেবগণ

৩৫৪ পঠিত ... ১৬:৫৪, জুন ২৭, ২০২২

Ajay-devgan

প্রথম দিনের নানা ঘটনার পর পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় মনঃক্ষুণ্ণ দেখা গেছে বাইকারদের। তারা নানাভাবে প্রতিবাদও করেছে। বিষয় নজর এড়ায়নি বলিউড হিরো অজয় দেবগণকে। অজয় দেবগনের স্টাইলে দুই বাইকে পা রেখে দুই চাকাকে চার চাকা বানানোর বিশেষ কোচিং করাবেন তিনি।

বিষয়টি নিয়ে অজয় দেবগণ eআরকিকে বলেন, ‘কাজল তো একবার আমার বাইক চালানো নিষিদ্ধ করেছিলো। কিন্তু আমি দমে যাইনি। এরপরই আমি আমার ওই বিখ্যাত স্টান্ট শিখছিলাম। এই বিদ্যা আমি পদ্মা সেতুর বাইকার ভাইদের মাঝে ছড়িয়ে দিতে চাই।‘

বলিউডের মেধাবি ভাইয়া রোহিত শেঠিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টিও নিশ্চিত করে অজয়।

এদিকে এমন খবরে কিছুটা অভিমান করেছেন ঢালিউড সুপার স্টার অনন্ত জলিল। eআরকিকে দেয়া এক সাক্ষাতকারে অভিমানি কণ্ঠে জলিল বলেন, ‘অজয় দেবগণ কে? বাইক স্টান্ট কি আমরা পারি না? দেশে আমি আছি, শাকিব খান আছে আরও অনেকে আছে। শুধু মাত্র বাংলাদেশি মেধাবী বলে এই দেশে পাত্তা পেলাম না।‘  

অজয় দেবগণ আসার খবরে খুশি হলেও অনেক বাইকার করছেন ভিন্ন চিন্তাও। এমনই একজন বলেন, ‘এখন তো বাইক চালানোর জন্য আবার দুইজন করে চারজন লোক নিয়োগ দেয়া লাগবে। অজয় দেবগণ তো কয়েকদিন পরেই চলে যাবে, এরপর আমরা লোক পাবো কই?’  

অজয় দেবগণের এমন সিদ্ধান্ত দেশে নতুন একটি পেশা তৈরি হবে জানিয়েছেন এক সরকারি বুদ্ধিজীবী। তিনি বলেন, ‘বাইকারের বাইকার হওয়ার এই পেশা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশে আর কেউ বেকার থাকবে না। এই সরকারের চেষ্টাকে আমি সাধুবাদ জানাই।‘   

৩৫৪ পঠিত ... ১৬:৫৪, জুন ২৭, ২০২২

Top