পেশা বদল করবেন কুবের মাঝি, কিস্তিতে কিনবেন পিকআপ  

১৮৯১ পঠিত ... ১৭:০৭, জুন ২৫, ২০২২

Pesha-bodo-kuber-majhi

হয়ে গেলো স্বপ্নের পদ্মা সেতু। পদ্মার এপার-ওপারের যোগাযোগ এবার হয়ে গেলো আরো সহজ ও দ্রুত। পদ্মা সেতুকে নিয়ে নতুন নতুন স্বপ্ন বাঁধছেন দক্ষিণাঞ্চলের স্বপ্নবাজ মানুষেরা। বাদ যায়নি কুবের মাঝিও, যুগের সাথে তাল মেলাতে নৌকা বিক্রি করে কিস্তিতে পিকাআপ কিনতে চান তিনি।

কপিলাকে সময় দেয়ার ফাঁকে এক ভিডিওকলে তিনি জানান, ‘এইপারের মাল ওইপারে নিমু, ওইপারের মাল এপার। আগে নদীতে চালাইতাম, এখন বিরিজে। কুবের মাঝি সারাজীবন মাছ, মালা আর কপিলার লগেই থাকবে। তবে কপিলা সেইটা বুঝে না।’

যদিও এই উচ্ছ্বাসের মধ্যেও তিনি কিছুটা চিন্তিত বলে স্বীকার করে নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু পিকাপ কেনার টাকাটা কোত্থেকে ম্যানেজ করুম এখনো বুঝতেছি না।’

এই পর্যায়ে কুবের মাঝিকে ‘হোসেন মিয়ার কাছ থেকেই কিস্তি নিচ্ছেন কিনা’ জিজ্ঞেস করতেই তিনি ক্ষেপে যান। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘না। ওর কাছ থিকা ঋণ ক্যান, কিছুই নিমু না। আমার খুব সন্দেহ, পদ্মা সেতু হওয়ায় হের মন খারাপ। যাগো মন খারাপ তাদের কাছ থেকে আমি কিস্তি নেই না। বিশ্বব্যাংক ঋণ সাধলেও নিমু না। নিজের টাকায় নিজের পিকআপ কিনুম।’

ময়নাদ্বীপ যাওয়ার পরিকল্পনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘ময়নাদ্বীপে সেতু হইলে আরেকটা পিকাপ কিনুম।’

কুবেরের এমন সাফল্যে খুশী কপিলাও। তিনি বলেন, ‘আমার তো খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা বলে রাখি, মাঝি পিকআপ কিনলেও আমি উনাকে মাঝিই ডাকবো’

১৮৯১ পঠিত ... ১৭:০৭, জুন ২৫, ২০২২

Top