জন্মদিনে বিশ্রী ছবি আপলোড দেয়ায় বন্ধুর বিরুদ্ধে মানহানির মামলা করলো বগুড়ার ইভা

১৯৭০ পঠিত ... ১৭:১৫, জুন ২০, ২০২২

Bondhur-biruddhe-manhanir-mamla

জন্মদিন—বছরের স্পেশাল দিনগুলোর ভেতর একটি। এ দিন বেশিরভাগ মানুষই চায় তার সাথে বিশেষ কিছু ঘটুক, অতিক্ষুদ্র হলেও তার জন্য কেউ কিছু আয়োজন করুক, কাছের মানুষেরা একটু বেশি ভালোবাসুক। তবে, এগুলো পাবার বিপরীতে যদি হিতে বিপরীত কিছু জোটে কপালে, তাহলে কেমন লাগবে ভাবুন তো? ঠিক এক কারণেই নিজের বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন বগুড়া আজিজুল হক কলেজের শারমিন ইভা (২২) নামের এক তরুণী।

এ ব্যাপারে ইভা আমাদের প্রতিবেদককে জানান, ‘ছোটবেলা থেকেই ও আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু বিশ্বাস করবেন না, একটা জন্মদিনেও কেক কাটে না। একবার বললাম আমি কেক, বেলুন কিনে দিচ্ছি৷ তুই ওইটা কেটেই আমাকে সারপ্রাইজ দেওয়ার ভাব কর—তাও রাজী হয় না। কেকের কথা তো বাদই দিলাম, মানুষের বন্ধুরা কী সুন্দর সুন্দর ছবি দিয়ে ফেসবুকে উইশ করে! ওইখানে এসে আরও ৫০ জন উইশ করেন। আমার সেই সৌভাগ্যও কোনোদিন হয়নি। বরং প্রত্যেকবার ওর ভয়ে আমাকে আইডি ডিঅ্যাকটিভেট করতে হয়েছে। এভাবে কি বাঁচা যায়? আমার কি ইচ্ছে করে না একটা সুন্দর জন্মদিন কাটাতে?...’ এই বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন ইভা।

তিনি আরও বলেন, ‘গত বাইশ বছর ধরে আমি সিঙ্গেল। জন্মদিনসহ অন্যান্য সময়েও আমার ওয়ালে পোস্ট করা এসব ছবি দেখে এখন কেউ আর প্রপোজও করে না। তাই আগেই বলে রাখছিলাম আবার এমন কিছু করলে মানহানির মামলা করবো। এবং তা আমি করেও দেখিয়েছি। আমার মনে হয় আমি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছি। একজন মানুষের জীবন এভাবে চলতে পারে না...’

তবে ইভার বেস্ট ফ্রেন্ড জানান, ‘মামলা-টামলা করে লাভ নাই। আমার একটা স্পেশাল ফোল্ডার আছে। ওইখানে ইভার প্রায় দুই হাজার ছবি। আজকে রাতে ও নাক খুঁটাইতেছে এমন একটা ছবি আপলোড দিবো। দেখি কে আমার কী করতে পারে...’

১৯৭০ পঠিত ... ১৭:১৫, জুন ২০, ২০২২

Top