কেন্দ্রে ফরমালিন ছিটানোর অভিযোগে নির্বাচন বয়কট ফজলি আমের

৪২২ পঠিত ... ১৬:১৪, জুন ১৫, ২০২২


Formalin-chetanor-ovijog

চলছে eআরকি দিনের আলোয় নির্বাচন। তুমুল উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে অংশ নিয়েছে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলিসহ আরও বেশ কিছু বিখ্যাত আম। শেষ তথ্য অনুযায়ী হিমসাগরকে বিপুল ভোটে পেছনে ফেলে এগিয়ে আছে আম্রপালী, এরপরই তৃতীয় অবস্থানে আছে গোপালভোগ। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মাত্র ৫০০ ভোট পেয়ে সবচেয়ে শেষ অবস্থানে পেছনে পড়ে আছে অঘোষিত আমের রাজা ফজলি।

এদিকে কেন্দ্রে ফরমালিন ছিটানোর অভিযোগে নির্বাচন বয়কট করেছে ফজলি আম।

এ প্রসঙ্গে ফজলি আমের টিমলিডার আমটি জানান, ‘এ নির্বাচন আমরা মানি না। চোখের সামনে দেখলাম হাঁড়িভাঙ্গা নিজেদের গায়ে ফরমালিন লাগাচ্ছে। ছিঃ ছিঃ, আমাদের আত্মসম্মানবোধ আছে। এ নির্বাচন বয়কট করলাম। চোরদের সাথে নির্বাচনে দাঁড়িয়ে নিজেদের মান সম্মান খোয়াতে চাই না। ভাবাই যাচ্ছে না, শেষমেষ দিনের আলোয়ও...!’ এ সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শোনাযায় টিমলিডার সহ সঙ্গী আমগুলোর৷

এ অভিযোগ শক্ত গলায় নাকচ করে আম্রপা্লী ও হিমসাগর। তারা জানান, ‘জিততে না পারলে এরকমই বলে। অন্যান্য নির্বাচনও তো আমরা দেখি। এতদিন ফজলি খুব সুপিরিয়র কম্পলেক্সিটিতে ভুগতো, এখন আসল চেহারা বের হয়েছে। মাত্র ৫০০ ভোট...হাহাহা...’ বলতে বলতে হাসিতে ফেটে পড়ে অন্যান্য উপস্থিত আম।

পাশ থেকে আম্রপালির জুনিয়র টিম লিডার বলে ওঠেন, ‘Everything is fair in love and war. This is a war...’

উপস্থিত পুলিশ ও ভোটারদের থেকে জানা যায় ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট আদান প্রদান চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির সঙবাদ পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফজলি লাভার জানান, ‘ঘোড়ার ডিমের ভোট হচ্ছে। ইভিএম ছাড়া ভোট মানি না। ঠিকঠাক ভোট হইলে আমার ফজলিই জিততো....’

৪২২ পঠিত ... ১৬:১৪, জুন ১৫, ২০২২

Top