ভোট দিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ

২৮৯ পঠিত ... ১৩:৫৫, জুন ১৫, ২০২২

Peter-hash

দুপুর একটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে eআরকি দিনের আলোয় আম নির্বাচন। একটি অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও নিজের পছন্দের আমকে ভোট দিয়েছেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের সন্তুষ্টির কথাও তিনি জানান।

আজ সকালে একটি হিমসাগর আম খেতে খেতে কেন্দ্রে আসেন তিনি। এরপর ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘পরিবেশ অত্যন্ত চমৎকার। চারদিকে এতো এতো আম, আমি তো আম রেখে কেন্দ্রে ঢুকতেই পারতেছিলাম না। ইচ্ছে করছিলো বাইরে দাঁড়িয়ে আম খাই। তাও ভোট দেয়ার স্বার্থে ঢুকতে হলো।‘

ভোটের আগে পিটার হাসকে অনেক আমই নানানভাবে প্রলুদ্ধ করেছেন বলেও জানা যায় অবিশ্বস্ত সূত্র থেকে। সূত্র মারফত পিটার হাস বলেন, ‘আসার সময় ফজলি আম কিছু আম সাধছিলো। যাতে ভোটটা ওকে দেই। ল্যাঙড়া তো বাসায় আমই পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি নিজের পছন্দের আমকেই ভোট দিয়েছি।’

আপনার পছন্দের আম কোনটি? এমন প্রশ্নে পিটার হাস বলেন, ‘এখন ভোট চলছে এখন বলা যাবে না। তবে হিমসাগরের উপরে কোন আম নেই।’

এমন নির্বাচনে বেশ খুশি পিটার। আমেরিকায়সহ সারাবিশ্বেই এমন নির্বাচনের আয়োজন করতে চান বলে জানান তিনি।

২৮৯ পঠিত ... ১৩:৫৫, জুন ১৫, ২০২২

Top