সারা দেশে বইছে মৌসুমি বায়ু

৬০২ পঠিত ... ১৭:২৯, জুন ১৩, ২০২২

Moushumi-Bayu

মৌসুমি' কথাটির উৎপত্তি আরবি শব্দ ' মৌসিম্ ' থেকে, যার অর্থ ‘ঋতু'। পৃথিবীতে যত ধরনের সাময়িক বায়ু প্রবাহিত হয় তাদের মধ্যে মৌসুমি বায়ু সর্বাধিক গুরুত্বপূর্ণ। হঠাৎই গত পরশুদিন থেকে মৌসুমি বায়ু প্রবাহ শুরু হয় রাজধানীর এক কনভেনশন সেন্টার থেকে। বিয়ের অনুষ্ঠান হতে এ বায়ু প্রবাহ শুরু হওয়ার নজির এবারই প্রথম বলে জানিয়েছেন আবহাওয়া বিশারদরা।  

বিয়ের অনুষ্ঠানে শুরু হলেও দেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সারা দেশে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বায়ুপ্রবাহ চলতে পারে। হঠাৎ আগমন হওয়া এই মৌসুমি বায়ুতে জনসাধারণের জীবন বেশ বিভ্রান্ত। মোহাম্মদ সাজিদ নামের এক যুবক eআরকি প্রতিবেদককে জানান, ‘এতদিন সবকিছু ঠিকঠাকই ছিলো। কী বাতাস নাকি আসছে, এরপর থেকে সবাই গান গাচ্ছে 'মৌসুমী, কাকে ভালোবাসো তুমি....' আমি অবশ্য তেমন কিছুই বুঝতে পারতেছি না..’

বিশেষ সূত্র থেকে জানা গেছে, মৌসুমি বায়ু কম-বেশি সবাইকে প্রভাবিত করলেও বিশেষভাবে আহত করেছে জনপ্রিয় নায়ক জায়েদ খানকে। এরপর কিছুটা শান্ত থেকে আবারও সজোরে আঘাত হেনেছে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট নায়ক ওমর সানীর উপর। ঢাকাই চলচ্চিত্রের বিশিষ্ট দুই নায়ককে একই সাথে আহত করার সুবিশাল ক্ষমতা এর আগে অন্য-কোনো মৌসুমি বায়ুর ছিলো না—এমনটাই জানিয়েছেন ইতিহাসবিদেরা৷

৬০২ পঠিত ... ১৭:২৯, জুন ১৩, ২০২২

Top