বিশ্বের সেরা ৫০০ সমুচার তালিকায় স্থান পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সমুচা

১৮১৮ পঠিত ... ১৬:১৪, জুন ১১, ২০২২

Samucha

প্রতিবছরের মতোই যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশ করেছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়ার্ল্ড র‍্যাংকিং। সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবু প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যেন মা লক্ষ্মী হয়ে আমাদের একদম শূন্য হাতে ফিরিয়ে দেয়নি। জানা গেছে, 'ওয়ার্ল্ড সমুচা অরগানাইজেশান' এর গবেষণায় বিশ্বের সেরা ৫০০ সমুচার তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সমুচা।  

এ ব্যাপারে ভীষণ গর্ববোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একটি ফেক আইডি থেকে জানিয়েছেন, ‘আজ সত্যিই আমি গর্বিত। আমাদের ছা-ছপ-ছমুছা আন্তজার্তিক অঙ্গনেও স্বীকৃতি লাভ করছে। প্রখ্যাত চিকিৎসক আইনস্টাইনের কথাটি ভুলে যাবেন না। সবাই জিনিয়াস। তবে একটি মাছকে যদি গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করা হয়,তাহলে সারাজীবন সে নিজেকে অথর্ব ভাববে। 'ওয়ার্ল্ড সমুচা অরগানাইজেশন'  সাক্ষাৎ না পেলে সত্যিই নিজেদের যোগ্যতা কখনো মাপার সুযোগ হতো না!’

ছা-ছপ-ছমুচার পাশাপাশি পরবর্তীতে অন্য কোনো সেক্টরের উপর গুরুত্বারোপ করা হবে কিনা জানতে চাইলে ভিসি আমাদের eআরকি প্রতিবেদককে জানান, ‘অবশ্যই হবে। আমরা ইতিমধ্যে ছাত্রদের হেলমেট-হকিস্টিক-হাতুড়ি নিয়ে জীবনমুখী শিক্ষার দিকে বিশেষ নজর দিচ্ছি। ক'দিন পর এসবের র‍্যাংকিং করলে আমরা হোপফুলি টপ টেনে থাকবো। বাংলাদেশের নাম সারা বিশ্বের কাছে উজ্জ্বল করে তুলে ধরবোই প্রতিশ্রুতি দিলাম... ’

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মন্তব্য জানতে চাওয়া হলে নাম প্রতি প্রকাশে অনিচ্ছুক এই ছাত্র বলেন, ‘সমুচা খাইয়াই কূল পাই না, পড়ালেখা করমু কখন?’

১৮১৮ পঠিত ... ১৬:১৪, জুন ১১, ২০২২

Top