ভারতের ভিসার লাইনে দাঁড়িয়ে থেকে ইন্ডিয়া বয়কটের ডাক দিলেন নোয়াখালীর মফিজ

৯৩৫ পঠিত ... ১৭:৩২, জুন ০৯, ২০২২

Indiar-visar-line-e-dariye

বয়কট ইন্ডিয়া স্লোগান দিয়েও ইন্ডিয়ান ভিসার আবেদন করার অভিযোগ উঠেছে মফিজ নামে নোয়াখালীর এক যুবকের বিরুদ্ধে৷

গতকাল পর্যন্ত মফিজ বয়কট ইন্ডিয়া স্লোগান দিলেও আজ সকালে ভুলক্রমে মফিজের আইডি থেকে একটি গুরুত্বপূর্ণ ছবি স্টোরিতে আপলোড হয়ে যায়। ছবিতে দেখা যায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসে বসে আছেন মফিজ মিয়া। মুহুর্তেই এ ছবিটি ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়।

তৎক্ষনাৎ IVAC (Indian Visa Application Center) থেকে মফিজ মিয়াকে উদ্ধার করা হলেও তিনি বলেন,'ছবিটি কীভাবে স্টোরিতে গেলো আমার জানা নাই। নিশ্চয়ই কোনো শত্রুপক্ষের কাজ...’

প্রথমে পুরো ব্যাপারটি মফিজ অস্বীকার করলেও তার মোবাইল থেকেও উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ার ট্যুর প্ল্যান। জানা যায়, আগামী আগস্টেই স্ত্রীসহ কাশ্মীর ও মেঘালয় ঘুরতে যাচ্ছেন তিনি।

এমন দ্বিমুখী আচরণের কারণ জানতে চাওয়া হলে খোদার কসম কেটে মফিজ জানান, ‘ইন্ডিয়া মূলত হানিমুনের জন্য গেলেও প্রতিবাদ অব্যাহত রাখবো। শুধুমাত্র অনলাইনে বয়কট করে মজা পাচ্ছি না৷ ইন্ডিয়া গিয়ে হানিমুনটা শেষে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট কিনে দেশে এনে বয়কট করবো ভাবছি। সেই উদ্দেশ্যেই যাওয়া।’

যদিও সোশ্যাল মিডিয়ায় বয়কট ইন্ডিয়া ডাক দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াকে এতো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। চিল ম্যান। বয়কট ফর ট্রেন্ড, ভিসা ফর হানিমুন। এছাড়া বয়কটের পোস্ট দিলে অনেক লাইক পড়ে। ভালোই লাগে...’

৯৩৫ পঠিত ... ১৭:৩২, জুন ০৯, ২০২২

Top