ইতালিকে ফুটবলের জিম্বাবুয়ে ঘোষণা করলো জনৈক ব্রাজিল ফ্যান

৯৪৭ পঠিত ... ১৬:১৭, জুন ০২, ২০২২

Italy-ke-football-er-zimbabue-ghoshona

ফিনালিসিমার ফাইনালে রাতে ইতালিকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচের পরপরই ইতালিকে ফুটবলের জিম্বাবুয়ে ঘোষণা করলো এক ব্রাজিল ফ্যান।

ইতালির বর্তমান অবস্থা ও খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই ব্রাজিল ফ্যান। একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওরা তো আগে থেকেই ঝিমিয়ে পড়া একটা দল। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর তো ওদের কনফিডেন্ট জিম্বাবুয়ের চেয়েও কমে গেছে। এখন যদি ওদের মিরপুরে ডেকে এনে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে খেলতে নামিয়ে দেয়া হয় সেখানেও সাকিবরা ৩-০ গোলে জিতবে। সাকিব হ্যাট্রিক করবে।‘

যদিও ম্যাচ শুরুর আগে ইতালি সম্পর্কে ভিন্ন ধারণা ছিলো এই ফ্যানের। তিনি বলেন, ‘ম্যাচ শুরুর আগে ভাবছিলাম আর্জেন্টিনা দাঁড়াতেই পারবে না। কিন্তু ম্যাচের ২৭ মিনিটের মাথায় আমি আমার ভুল বুঝতে পারি। এই দলের সাথে জিতে আর্জেন্টিনার এত লাফালাফি করার কিছু নেই।‘

ইতালির এমন কনফিডেন্টহীন অবস্থাকে কীভাবে বাংলার ফুটবলে কাজে লাগানো যায় সে বিষয়েও মতামত জানান তিনি। তিনি বলেন, ‘সালাউদ্দিন সাহেব এখন চাইলে ইতালিকে আমন্ত্রণ জানাতে পারেন। ওরা হারবে নিশ্চিত। এরপর নিয়মিত বিরতিতে ডেকে আনলে বাংলাদেশ র‍্যাঙ্কিঙে এগিয়ে যাবে। মিরপুরে হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচ। গুলিস্তানে বাংলাদেশ-ইতালি ম্যাচ।‘

৯৪৭ পঠিত ... ১৬:১৭, জুন ০২, ২০২২

Top