সংঘর্ষে অংশগ্রহণ করার জন্য আলাদা মার্কস পাবে শিক্ষার্থীরা

২৬২ পঠিত ... ১৭:৫৭, মে ২৬, ২০২২

Songhorsher-jonno-alada-marks

গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের মাঝে তুমুল সংঘর্ষ হয়। থেমে থেমে সংঘর্ষ হয়েছে আজও। এই সংঘর্ষকে মারামারি না বলে কো-কারিকুলার অ্যাক্টিভিটি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এর জন্য আলাদা মার্কস পাবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক ভূয়া বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘অনেকে ভাবছেন, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কীভাবে এমন মারামারি হতে পারে! তাদের উদ্দেশ্যে বলছি, এটি মারামারি না, এটি আমাদের সিলেবাসেরই অংশ। সিলেবাসের এই অংশটুকুর জন্য তারা মার্কস পাবে।’

মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়েও বিস্তারিত বলা আছে বিবৃতিতে। বিবৃতিতে উল্লেখ করা হয়, যারা লাঠি হাতে অংশগ্রহণ করেছে তারা পাবে ১০ মার্ক। চাপাতি-রামদার জন্য ২০, আগ্নেয়াস্ত্রের জন্য ৩০ ও হেলমেট পরে সেফটি নিশ্চিত করা শিক্ষার্থীরা পাবে ৫০ মার্কস। যারা সব ধরনের উপকরণ নিয়ে মাঠে নেমেছে তারা কোন ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি বিসিএস দিতে পারবে।’

বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ছুটিতে থাকা অনেক শিক্ষার্থী। এমনই একজন বলেন, ‘আমি তো ছুটিতে। অংশগ্রহণ করতে পারিনি। আমাকে কি সামনের মারামারিতে আবার রি-টেক দেয়ার সুযোগ দেয়া হবে?’

তবে ছাত্রদল করা কেউ এই সুযোগের আওতায় আসবেন না বলে জানান তারা। এ বিষয়ে কর্তৃপক্ষের এক সদস্য বলেন, ‘ওরা ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে। ওরা ফেল ফেল ফেল।’

২৬২ পঠিত ... ১৭:৫৭, মে ২৬, ২০২২

Top