সংঘর্ষের সময় ছাত্রদল-ছাত্রলীগের আলাদা জার্সি চায় দর্শকরা

৮৫৬ পঠিত ... ১৬:৩৫, মে ২৬, ২০২২

Chatrolig-chatrodol-alada-jersey

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মাঝে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। কিন্তু জার্সি না থাকায় কারা ছাত্রলীগ, কারা ছাত্রদল চিনতে পারছে না অনেকে। এমতাবস্থায় মারামারির সময় দুই দলের আলাদা জার্সির অনুরোধ করেছে উৎসুক জনতা।

পাশের বাসার ছাদ থেকে এক উৎসাহী দর্শক বলেন, ‘জার্সি ছাড়া ঠিক জমছে না। কারা মার খাচ্ছে, কারা মার দিচ্ছে বোঝা যায় না। ফলে ঠিক কখন উল্লাস করবো বুঝে উঠতে পারছি না।’

আলাদা জার্সির দাবি করেছেন সংঘর্ষের এক খেলোয়াড়ও। তিনি বলেন, ‘একটু তো সমস্যা হচ্ছেই। জার্সি না থাকায় নিজের দলের একজনকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়েছি। এখন বেশ আফসোস লাগছে। জার্সি থাকলে এই সমস্যা হতো না।’

এর আগের সব সংঘর্ষে একপক্ষ হেলমেট পরা থাকায় কিছুটা আলাদা করা গেলেও খবর পাওয়া গেছে, এখনকার সংঘর্ষে দুদলই হেলমেট পরে এসেছে। ফলে আরো বেশি দ্বিধায় পড়ছে দর্শকরা। তারা বলছেন, ‘স্বল্প সময়ে জার্সি ম্যানেজ করতে ঝামেলা হলে শুধু আলাদা কালারের হেলমেটও পরা যায়। একপক্ষ পরবে লাল হেলমেট, আরেকপক্ষ পরবে নীল হেলমেট।’

তবে দর্শকদের উদ্দেশ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমরা তো প্রতীক হিসেবে হেলমেট পরেই আসি। এখন ছাত্রদলও যদি আমাদেরকে নকল করা শুরু করে এই দোষ তো আমাদের না।’

অথচ অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল কর্মী বলেন, ‘সময় সংকটের কারণে ভালো কিছু পাইনি। তবে আপনাদের কথা ভেবে আমরা জার্সি বানাতে দিয়েছি। আমাদের জার্সিতে নাম ও নাম্বারও থাকবে।‘

৮৫৬ পঠিত ... ১৬:৩৫, মে ২৬, ২০২২

Top