রাজশাহীর আমের সাথে শুঁটকি বিনিময়ের প্রস্তাব চট্টগ্রামের রাশেদের

৭০৮ পঠিত ... ১৮:৪৩, মে ২৫, ২০২২

Amer-sathe-shutki-binimoy

নতুন করে বিনিময় প্রথা চালু করার কথা ভাবছে চট্টগ্রামের রাশেদ নামের এক তরুণ। রাজশাহীর আমের সাথে চট্টগ্রামের বিখ্যাত শুটকি বিনিময় দিয়েই হারিয়ে যাওয়া এই প্রথা আবারো ফিরে আনার কথা ভাবছেন তিনি।

রাশেদ জানান, ‘অর্থই অনর্থের মূল। এই অর্থে রয়েছে আবার জীবাণু। তাই অর্থ বহন না করে আমাদের বিনিময় প্রথায় ফিরে যাওয়া উচিত। রাজশাহীর বন্ধুরা আমাদেরকে দিবে আম, আমরা দিবো শুটকি।’

এই লক্ষে রাশেদ রাজশাহীর একাধিক বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু কেউ ফোন না ধরায় ও মেসেজের রিপ্লাই না দেয়ায় বিপাকে পড়েছেন তিনি।

রাশেদের এক রাজশাহীর বন্ধুর সাথে বিষয়টি নিয়ে কথা বলি আমরা। রাশেদের এমন প্রস্তাবে কিছুটা রেগে যান তিনি। রেগে গিয়ে বলেন, ‘ওর তো কপাল ভালো আমি ফোন ধরছি না। ফোন ধরলে এমন কথা শোনার পর ওর মুখে আমের আঁটি ছুঁড়ে মারতাম।‘

রাশেদের প্রস্তাব কোনভাবে ভেবে দেখা যায় কি না? আমাদের এমন প্রশ্নে রাজশাহীর এই বন্ধু বলেন, ‘যায়। ও আমাদেরকে শুটকি দিবে। আমরা ওকে দিবো ১০ দিনের শুকিয়ে যাওয়া আমের আঁটি। তাতেও ওর লাভ হবে। কারণ রাজশাহীর খেয়ে রাখা আমের আঁটিতেও মিনিমাম ১ মাস আমের গন্ধ থাকে।‘   

৭০৮ পঠিত ... ১৮:৪৩, মে ২৫, ২০২২

Top