তামিম, সাকিবসহ সবাইকে মুশফিকের নেতৃত্বে ভোরে ওঠার নির্দেশ পাপনের

৬০৪ পঠিত ... ১৪:৫০, মে ২৪, ২০২২

Muashfiqer-netrittepractice

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির লক্ষে নতুন এক নিয়ম চালু করেছেন বিসিবি প্রেসিডেন্ট পাপন। তিনি নির্দেশ দিয়েছেন, মুশফিকের নেতৃত্বে সকল ক্রিকেটারকে ভোরে উঠে প্র্যাকটিস করতে হবে। শ্রীলংকার সাথে চলমান টেস্টে মুশফিক-লিটন ব্যতিত বাকিদের ভরাডুবির পরই এমন নিয়ম চালু করেন তিনি। সম্পূর্ণ ভূয়া এক সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

এক হাওয়া থেকে পাওয়া বিবৃতিতে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘মুশফিকের মত ভোরে না ওঠার কারণেই আজকে ব্যাটিং-এ এমন ভরাডুবি। কারোর আর নাক ডেকে ল্যাটা দিয়ে শুয়ে থাকা চলবে না। মুশফিকের নেতৃত্বে ভোরে উঠতে হবে। এটা ছাড়া আমাদের হাতে আর কোন বিকল্প নাই।’

সবাই ভোরে উঠলে দলের চেহারাই বদলে যাবে, এমনটা উল্লেখ করে পাপন বলেন, ‘মুশফিক ভোরে ওঠে বলেই আমাদের স্কোর হয়েছ ৩৬৫। অথচ সবাই এমন ভোরে উঠলে আমাদের স্কোর হতো ১২০০ রানের উপর।‘

শুধু ভোরে উঠলে চলবে না, পাশাপাশি ভোরে ওঠার কথা জানাতে হবে সঙবাদ মাধ্যমেও। এমনটা জানান তিনি।

জানা গেছে, সবাইকে ভোরে ওঠানোর দায়িত্বও কাঁধে নেবেন পাপন। ইতোমধ্যে সবার ফোন নাম্বারও জোগাড় করেছেন তিনি। এলার্মে কাজ না হলে ফোন করে জাগিয়ে দেবেন।

তবে গরমের সময়ে ভোরে ওঠা নিয়ে কোন ধরনের অভিযোগ না করলেও শীতের সময় নিয়ে চিন্তিত অনেকে। এমনই নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘শীতের সময় কোনভাবে মাফ করা যায় না?’

এদিকে এমন সিদ্ধান্তের পরই পরই নিজের টিকটক অ্যাকাউন্টে ‘বিকল্প দেখান’ লিখে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকের স্ত্রী। তবে তিনি কেন এমন স্ট্যাটাস দিয়েছেন সে বিষয়ে কোন কিছু জানা যায়নি।

৬০৪ পঠিত ... ১৪:৫০, মে ২৪, ২০২২

Top