হর্ন বাজালেই মুখোশ পরা কে বা কারা ভেঙে দিচ্ছে গাড়ির গ্লাস

১০২৮ পঠিত ... ১৮:১৩, মে ২৩, ২০২২

Horn-bajalei (1)

ঢাকায় ঘটছে এক অদ্ভুত ঘটনা। হর্ন বাজালেই মুখোশ পরা কে বা কারা যেন এসে গাড়ির কাচ ভেঙে দিচ্ছে। একটি অবিশ্বস্ত সূত্র জানায়, ঢাকার একাধিক স্থানে এমন ঘটনা ঘটেছে। কোথাও কোথাও গাড়ির কাচ ভাঙার সাথে সাথে খুলে নিয়ে যাচ্ছে হর্ন।

ঘটনার অসত্যতা যাচাই করতে ঢাকার একাধিক স্থানে যাই আমরা। ঢাকার পান্থপথ মোড়ে দাঁড়িয়ে থাকা এক ভুক্তভোগী আমাদেরকে বলেন, ‘আমি মোড়ে দাঁড়িয়ে একটানা ত্রিশটা হর্ন দিছি। ভালো লাগছিলো। কিন্তু হুট করে মুখোশ পরিহিত ৫-৬জন লোক এসে আমার গাড়ির কাচ ভেঙে দেয়।’

তাদের চিনতে পেরেছেন কি না? আমাদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘না ভাই। বাতাসের মত আসলো। বাতাসের মত চলে গেলো। মাঝখান থেকে দেখি আমার গাড়ির হর্নও নাই। আবার বলে গেলো, হর্ন আমার কোন জায়গা দিয়ে যেন ইয়ে করে দিবে।’

কে বা কারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত তার এখনো কোন কুলকিনারা করে উঠতে পারেনি কেউ। অলৌকিক কোন শক্তি এমনটা করছেন কি না তা নিয়েও রয়েছে সন্দেহ।

অনেকে ধারণা করছেন, এটা কোন স্বর্গীয় কাজ। হতে পারে স্বর্গের কোন এজেন্ট ঢাকায় নেমে এমন মুহুর্মুহ হর্ন সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটাচ্ছেন।

যদিও এমন ঘটনার পর ঢাকায় হর্ন বাজানোর পরিমাণ কিছুটা কমেছে। সেজন্য ঢাকাবাসী অলৌকিক এই শক্তিকে ধন্যবাদও দিচ্ছেন।

এমনই একজন বলেন, ‘এবার একটু বেহুদা কামে উচ্চস্বরে মাইক বাজানোর দিকে যদি ওনারা একটু নজর দিতেন।’

এমন ঘটনার পর ঢাকায় গাড়ি চালানোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা জারি করেছেন স্থানীয় প্রশাসন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হর্ন না দেয়ার জন্য অনুরোধও করেছেন তারা।

বি.দ্র. earki-তে প্রকাশিত সকল ঘটনা কল্পনাপ্রসূত। এরপরও যদি কেউ তাতে বিশ্বাস করতে চান, সম্পূর্ণ নিজ দায়িত্বে বিশ্বাস করবেন।  

১০২৮ পঠিত ... ১৮:১৩, মে ২৩, ২০২২

Top