ইনসমনিয়ার চিকিৎসায় আসছে হাজি সেলিম থেরাপি

৩৪১ পঠিত ... ১৭:১৪, মে ২৩, ২০২২

Haji-selim-theraphy

দেশের রাজনীতিতে অসামান্য অবদান রাখার পর এবার চিকিৎসা বিজ্ঞানেও নিজেকে মেলে ধরেছেন হাজি সেলিম। ইনসমনিয়ার চিকিৎসায় নিয়ে এসেছেন নতুন এক থেরাপি। এই বর্ষিয়ান রাজনীতিবিদের নামানুসারে এই থেরাপির নামও রাখা হয়েছে হাজি সেলিম থেরাপি।  

মূলত আদালতে ১০ বছরের সাজার শুনানী চলাকালীন হাজি সেলিমের অসুস্থ হয়ে ঘুমিয়ে যাওয়ার ঘটনা থেকেই এই থেরাপির উৎপত্তি।

ইনমনিয়ার রোগীকে আদালতে নিয়ে গিয়ে ১০ বছরের সাজার রায় শুনানোর মধ্য দিয়ে এই থেরাপি শুরু হবে। এরপরই রোগীর দু’চোখ জুড়ে নেমে আসবে ঘুম। এরপর রোগীকে নেয়া হবে হাসপাতালে। রাখা হবে ভিআইপি বেডে। এরপর ধীরে ধীরে রোগমুক্ত হবে রোগী। তবে, এই থেরাপি নেয়ার জন্য রোগীকে অবশ্যই ক্ষমতাবান রাজনীতিবিদ হতে হবে।  

এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানে অনন্য এক অর্জন বলেছেন চিকিৎসকরা। এমনই এক চিকিৎসক বলেন, ‘মাঝে মাঝে আফসোস হয়, হাজি সাহেব কেন যে চিকিৎসা পেশায় আসলো না। আসলে আমাদেরকে চিকিৎসা নেয়ার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগতো না।’

চিকিৎসা বিজ্ঞানে নিজের সম্ভাবনার ইঙ্গিত আগেও দিয়েছেন হাজি সেলিম। এমনই এক ঘটনার উল্লেখ করে এক চিকিৎসক বলেন, ‘কিছুদিন আগে উনি বাকশক্তিহীনদের চিকিৎসাও আমাদের সামনে নিয়ে এসেছেন। বাকশক্তি হারানোর পর দুবার ‘নুকা নুকা’ বলার ঘটনা মনে আছে? আমরা তখন বুঝতে পারিনি। উনি মুক্ত হলে চিকিৎসা বিজ্ঞানের এই শাখায়ও ওনাকে যুক্ত করবো আমরা।’

হাজি সেলিমের এমন আবিষ্কার বিষয়ে তার কাছে জানতে চাইলে ঘুম থেকে উঠে দুইবার ‘নুকা নুকা’ বলে উনি আবার ঘুমিয়ে পড়েন।

৩৪১ পঠিত ... ১৭:১৪, মে ২৩, ২০২২

Top