এমবাপ্পেকে হুসেইন মোহাম্মদ এরশাদ অ্যাওয়ার্ড দিচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাব

৮৪৩ পঠিত ... ১৫:৫৭, মে ২২, ২০২২

Embappe-award

লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদকে নানান আশা-ভালোবাসা দেখিয়ে অবশেষে পিএসজিতেই থাকছেন ফ্রান্স ফুটবলের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ও সমর্থকরা।  

এদিকে জানা গেছে, এমবাপ্পেকে হুসেইন মোহাম্মদ এরশাদ অ্যাওয়ার্ড দিচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাব। হতাশা থেকে উঠে নিজেদেরকে চাঙ্গা করে গতকাল এক বিবৃতিতে এমন ঘোষণা দেয় তারা। অ্যাওয়ার্ড দেয়ার পাশাপাশি এমবাপ্পের নাম পরিবর্তন করে হুসেইন মোহাম্মদ এমবাপ্পে রাখার ঘোষণাও দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ফুটবল বিশ্বে পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো, নেইমারসহ নানা কিংবদন্তি এসেছে। সামনেও আসবে। কিন্তু এত এত মেগাস্টারের ভিড়েও ফুটবলে ছিলো না কোন হুসেইন মোহাম্মদ এরশাদ। মেসি, রোনালদোরা একাধিকবার এরশাদ হওয়ার আশা দেখালেও শেষ পর্যন্ত তারা এরশাদের লিগ্যাসি ধরে রাখতে পারেননি। সে কাজটি করে দেখিয়েছে, এমবাপ্পে। এমন লিগ্যাসির জন্য তার কাছে ফুটবলবিশ্ব কৃতজ্ঞ।’

অ্যাওয়ার্ড দেয়ার পাশাপাশি পিএসজিকে ভবিষ্যতের জন্য সাবধান হওয়ার পরামর্শও দেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার পেরেজ। নিজের এক বক্তব্যে তিনি বলেন, ‘ওয়ান্স অ্যান এরশাদ অলওয়েজ অ্যান এরশাদ। আজ আমাদের সাথে পল্টি নিয়েছে। কাল আপনাদের সাথেও নিবে। আমরা যে চোখের জল ফেলছি এই চোখের জল আপনারাও ফেলবেন।’

এই সময়ে কিছুটা কান্না বিজড়িত কণ্ঠে পেরেজ একটা গানও গেয়ে শুনান। চোখের জল আটকে তিনি গেয়ে উঠেন, ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে।’

এমন অ্যাওয়ার্ডের খবরে মন খারাপ করার বদলে বেশ খুশিই হয়েছেন এমবাপ্পে। একটি রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভালোই হলো। এবার আমার নেতৃত্বে জাতির পার্টির আরেকাংশ খুলে ফেলবো।’

৮৪৩ পঠিত ... ১৫:৫৭, মে ২২, ২০২২

Top