বৃষ্টির দিনে লাঞ্চে খিচুড়ি না দেয়ায় অভিমানে রিজাইন লেটার দিলেন সাদমান

৫৫৮ পঠিত ... ১৫:৪৯, মে ২১, ২০২২

Lunche-e-khichuri-na-deway

সকাল থেকে বাইরে থেমে থেমে বৃষ্টি। সাথে ঝড়ো হাওয়া। এমন মাতাল করা আবহাওয়ায় কারই বা অফিসে যেতে ইচ্ছে করে। তবুও পেটের দায়ে যেতে হয় অফিসে। গিয়েছিলেন সাদমানও।

ডেস্কে বসে কাজ করতে করতে ভেবেছিলেন, লাঞ্চে তো খিচুড়ি দিবেই। সাথে থাকবে গরুর মাংস, আচার, কাঁচা মরিচ আর পেয়াজ। অফিসেও সেরকম কানাঘোষা শোনা গিয়েছিলো। কিন্তু লাঞ্চে খেতে গিয়ে সাদমান দেখেন ভিন্ন ঘটনা। সেখানে নেই কোন খিচুড়ি। চোখের সামনে ভাসছে করলা ভাজি আর রুইমাছ। এমন ঘটনার পর নিজেকে কোনভাবেই সামলাতে পারেননি সাদমান। খচখচ করে রিজাইন লেটার লিখে বের হয়ে যান অফিস থেকে।   

অফিসে নিচে আল সালাদিয়া হোটেলে খিচুড়ি খেতে খেতে সাদমান পুরো ঘটনা জানান আমাদের। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি আমাদের বলেন, ‘শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য কাজ করি না। এমন বৃষ্টির দিনে খিচুড়ি খেতেও ইচ্ছে করে। সেটা না পেলে কারোরই আসলে মেজাজ ভালো থাকে না।‘

তিনি আরো বলেন, ‘সকালে এমন আবহাওয়া দেখে বউ অফিসে আসতে মানা করেছিলো। তবু এসেছি। এত ত্যাগের পর যদি একটু খিচুড়ি না পাই, তবে কেন এই বেঁচে থাকা! কেন এই দুনিয়াবি জীবন!'

৫৫৮ পঠিত ... ১৫:৪৯, মে ২১, ২০২২

Top