সৌদি আরবের সাথে মিল রেখে সারাদেশে পালিত হচ্ছে তীব্র গরম

৭৭৫ পঠিত ... ১৮:১৪, মে ১৯, ২০২২

Tibro-gorom

সৌদি আরবের সাথে মিল রেখে এতদিন ইদ করে আসছিলো চাঁদপুরবাসী। এবার সেখানে যোগ হয়েছে পুরো বাংলাদেশ। না, ইদ করা নিয়ে নয়। জানা যায়, সৌদি আরবের সাথে মিল রেখে সারাদেশে তীব্র গরম পালিত হচ্ছে। এতে হাঁপিয়ে উঠেন বাংলাদেশের মানুষ।

তবে এ ব্যাপারে চাঁদপুরের হাজীগঞ্জের রিফাত (২৫) নামের এক যুবক জানান, ‘এতদিন আমাদেরকে নিয়ে ট্রল করতেন। এখন সৌদির সাথে মিল রেখে গরম পড়তেছে। সামলান এবার। আপনাদের সাথে এমনই হওয়া উচিত।’

এই সময়ে গর্বে বুক ফুলিয়ে বলেন, ‘এবার তো আর আমরা একা নাই। পুরা দেশটাই চাঁদপুর হয়ে গেছে।’

তব, সৌদির সাথে মিল রাখা গরম অনেকটা অনুমিতই ছিলো বলে জানান অনেক গবেষক। এমনই এক ভূ-গবেষক বলেন, ‘গত বছর গরমে দেশে উট আসছিলো। এবার কিছুদিন আগে রাজশাহীতে অনেকে নাকি আরবিতেই কথা বলছিলো। সুতরাং, সৌদির সাথে মিল রাখা এই গরম অনেকটা অনুমিতই ছিলো।’

রাজশাহী সহ দেশের বেশকিছু জেলায় গরমের তীব্রতা আরো বেড়েছে। সেখানেও দেখা যাচ্ছে নানান পরিবর্তন। গরমের পাশাপাশি পরিবর্তন হচ্ছে জীব-বৈচিত্র্যও। এমনই এক জেলা রাজশাহী। রাজশাহীর এক আম বাগানের মালিক বলেন, ‘গতকাল থেকে তীব্র গরমে আমাদের আম বাগানের সব গাছে দেখলাম খেজুর ধরে আছে। দিনাজপুরের দিকের লিচু বাগানেও নাকি একই অবস্থা। কী যে হবে!’

তবে সৌদির সাথে মিল রেখে গরম পড়ার খবরে বেশ খুশি হয়েছেন মাসনা, সালাসা, রুবায়া গ্রুপের এক অ্যাডমিন। এক গোপন সূত্র থেকে তিনি আমাদেরকে বলেন, 'যাক, এবার সৌদির সাথে মিল রেখে কয়েকটা বিয়ে বাড়িয়ে করা যাবে।'

৭৭৫ পঠিত ... ১৮:১৪, মে ১৯, ২০২২

Top