সাঁতার শেখা শুরু করেছেন খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস

১৪৬৫ পঠিত ... ১৪:০৮, মে ১৯, ২০২২

satar-shikhchen-khaleda-yunus

হুট করে সাঁতার শেখা শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। যদিও কেন তারা সাঁতার শিখছেন সে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। খালেদা জিয়া ও ইউনূসের ফেক আইডিতে নক দিলেও তারা নানাবিধ রহস্য রেখে উত্তর দিয়েছেন।  

কেন সাঁতার শিখছেন? এমন প্রশ্নে নিজের ফেক আইডি থেকে বেগম খালেদা জিয়া বলেন, ‘গতরাত থেকে কী জানি হয়েছে। ঘুমালেই স্বপ্ন দেখছি অনেক উঁচু এক ব্রিজ থেকে টুস করে নিচে পড়ে যাচ্ছি। ছোটবেলায়ও এমন স্বপ্ন দেখতাম। সেজন্য সাঁতার শেখা শুরু করবো বলে ভাবছি।’

কোথা থেকে পড়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘স্বপ্নের মধ্যে জায়গাটি চিনতে পারিনি। কিন্তু আবছা আবছা মনে হলো, চারপাশে পদ্মার অনেক ইলিশ ঘুরাঘুরি করছে।’

ধোঁয়াশা রেখে কথা বলেছেন মুহাম্মদ ইউনূসও। তিনি বলেন, ‘দিনকাল ভালো না। টুস করে কখন কী হয়ে যায় বলা যায় না। নদীতে পরে যেতে পারি, কিংবা নদীর পানিতে চুবুনি খেতে পারি। সেজন্য আগে থেকেই সাঁতার শিখে রাখছি। সাবধানের মার নেই। তাছাড়া নোবেল পেলে সাঁতার শেখাও বাধ্যতামূলক করা হয়েছে। নাহলে নোবেল কেড়ে নিতে পারে।’

এদিকে জানা গেছে, কোন সুইমিংপুলে সাঁতার শিখছেন না এই দুই ব্যক্তিত্ব। সাঁতার শেখার জন্য তারা বেছে নিয়েছেন পদ্মা নদী। এ বিষয়ে মোহাম্মদ ইউনূস বলেন, ‘নদীর পানির ঘনত্ব একটু বেশি। সেজন্য সেখানে সাঁতার শিখছি। যেন শেখাটা পারফেক্ট হয়। তাছাড়া নদীমাতৃক এই দেশে সুইমিংপুলে সাঁতার শিখে নিজের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে চাই না।’

সাঁতার শেখার পাশাপাশি নবাবপুর থেকে লাইফ জ্যাকেট কিনতেও দেখা গেছে দুজনকে।

১৪৬৫ পঠিত ... ১৪:০৮, মে ১৯, ২০২২

Top