প্রেমের বাজারে বেড়ে গেছে রাজশাহীর ছেলেমেয়েদের চাহিদা

৫৯৭ পঠিত ... ১৫:০১, মে ১৮, ২০২২

Rajshahir-premik-premika

হুট করেই গতকিছুদিন ধরে প্রেমের বাজারে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ ছেলে/মেয়েদের তুমুল চাহিদা লক্ষ করা গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব সামাজিক মাধ্যমে রাজশাহীর ছেলেমেয়েদের ইনবক্সে পড়ছে প্রচুর চাপ। কেউ পটাতে চাচ্ছেন, কেউ ভাব জমাতে চাচ্ছেন, কেউবা করতে চাচ্ছেন বন্ধুত্ব।

এমন ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রাজশাহীর এক মেয়ে এ বিষয়ে eআরকিকে বলেন, ‘এ তো নতুন কিছু না। প্রতিবছরই এই সময়টাতে বাজারে আমাদের একটু চাহিদা বাড়ে। এক্সরা ফিরে আসতে চায়। ক্রাশরা নক দেয়। কেউ কেউ আসে বন্ধুত্বের আবদার নিয়ে। কেন আসে তা আমরা ভালো করেই জানি।'

কেন আসে? জানতে চাইলে অন্য একজন বলেন, ‘এরা সবাই আমের মাছি। আমের সময়ে উদয় হয়, এরপর আর খবর থাকে না। উপরে উপরে ভালোবাসা দেখালেও এরা আসলে লোভী এক একটা, আমের লোভে পিছে পিছে ঘুরে।‘

ব্যস্ত সময় কাটাচ্ছে ছেলেরাও। সারা বছর কোন মেয়ের নক না পাওয়া ছেলে শুধু জৈষ্ঠ্য মাসেই হাজাখানেক প্রেমের প্রস্তাব পায় বলে জানা গেছে। এ বিষয়ে রাজশাহীর আরিয়ান সাব্বির নামের এক ছেলে বলেন, ‘আমিও ফ্লার্ট করে যাচ্ছি। কেমন আছেন? কী করছেন? এর পরই বেরিয়ে আসে এদের আসল রূপ। বলে, আম কেমন ধরছে এই বছর। আমি দু-একদিন ফ্লার্ট করি। এরপর ভালো না লাগলে বলি আম বাঁদুড়ে খেয়ে ফেলছে।'

তবে তবে কাউকে কাউকে আম পাঠান বলে জানান সাব্বির। তিনি বলেন, ‘কাউকে পছন্দ হলে দয়া করে অল্প কিছু আম পাঠাই। বেশি পাঠাই না, জানি আমের সিজনটা গেলেই ব্রেকাপ করবে। আর কাউকে একটু কম পছন্দ হলে পঁচা আম পাঠিয়ে দেই।'

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি এ সময়ে দিনাজপুরের ছেলেমেয়েদের চাহিদাও বেড়ে যায় বলে অন্য এক সূত্র থেকে জানা গেছে।  

৫৯৭ পঠিত ... ১৫:০১, মে ১৮, ২০২২

Top