দেশের বিরিয়ানির দোকানদারদের মতিগতিতে উদ্বিগ্ন কুকুরসমাজ

৩৩৭ পঠিত ... ১৭:২৪, মে ১৭, ২০২২

Kukur-somaj

সম্প্রতি দেশের এক বিরিয়ানির দোকানে কুকুরের মাংস বিক্রি হওয়ার অভিযোগ এসেছে। এ অভিযোগের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কুকুরসমাজের আতঙ্ক ও উদ্বেগ লক্ষ করা গেছে।

রাজধানীর যেসব হোটেলের সামনে আগে একটা দুটো কুকুরকে বসে থাকতে দেখা যেত, গত কয়েকদিন খুব একটা দেখা যাচ্ছে না। জনপদ ছেড়ে কুকুররা জঙ্গলের দিকে বসবাস শুরু করেছেন।

এ বিষয়ে আত্মগোপনে থাকা এক কুকুর আমাদের বলেন, ‘একটা হোটেলের সামনে থাকতাম। কিন্তু গত কয়েকদিন ধইরা দেখি, মালিক ক্যামনে ক্যামনে জানি তাকায়। তাই চলে আসছি। এখন এখানেই সংসার পাতুম।’

ঢাকার অদূরে এক স্থানে দুটো কুকুরকে দেখতে পাই আমরা। সম্পর্কে তারা মা-সন্তান। আগের এক স্থান থেকে এখানে এসে নতুন করে বসতি করেছে। সেখানে গিয়ে দেখা যায়, মা তার সন্তানকে আশেপাশের হোটেলের সামনে ঘুরঘুর করতে নিষেধ করছেন।  

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে বলছি যেন এদিক সেদিক না যায়। বাচ্চা ছেলে, কিছু তো বুঝে না। ওর এক ফুফাতো ভাই ছিলো, একটু দূরন্ত। কয়েকদিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না জানি, ছেলেটার কপালে কী হলো।’

হোটেল মালিকদের উদ্দেশ্য করে এক সিনিয়র কুকুর বলেন, ‘আমরা তো আপনাদের খুব একটা ক্ষতি করি না। উলটো রাত-বিরাতে চোরদের ভয় দেখিয়ে আপনাদের সম্পত্তি রক্ষা করি। আপনারা আমাদের সাথে এমন কেন করছেন?’

৩৩৭ পঠিত ... ১৭:২৪, মে ১৭, ২০২২

Top