কাওরানবাজারে ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালের দাম

১৪২ পঠিত ... ১৬:৩৮, মে ১৬, ২০২২

Kawran-bazar

‘দেশে ফিরে অর্থপাচারের সাথে সংশ্লিষ্ট রাঘববোয়ালদের নাম প্রকাশ করতে চান পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া টাকা পাচারের আরেক রাঘববোয়াল পিকে হালদার।‘ কলকাতার এডিকে দেয়া এমন বক্তব্যের পর পরই ঢাকার কাওরান বাজারে রাঘববোয়ালের দাম চলে গেছে ধরাছোঁয়ার বাইরে। কোটি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না রাঘববোয়াল।  

সরেজমিনে কাওরান বাজার মাছের আড়তে গিয়ে দেখা যায় সেখানে রাঘরবোয়াল একদমই নেই। রাঘববোয়ালের পরিবর্তে পড়ে আছে রাঘবপুঁটি। তার দামও হাঁকা হচ্ছে কোটি টাকা।

একটি বিশেষ সূত্র থেকে জানা যায়, পিকে হালদারের এই কথার পর আত্মগোপনে চলে গেছে রাঘববোয়ালরা। অনেকে এফিডেবিট করে নাম পাল্টানোর চিন্তাও করছেন।

এমনই এক নাম পাল্টাতে চাওয়া রাঘববোয়ালের সাথে কথা বলি আমরা। পিকে হালদারকে দেশের শত্রু ঘোষণা দিয়ে এই রাঘববোয়াল ৩০০০ ফিট পানির নিচ থেকে মাথা তুলে আমাদের বলেন, ‘দেশের এতগুলো টাকা মেরে দেয়া এই জানোয়ারকে আমাদের দেশের পবিত্র ভূমিতে মানায় না। এই মাটিতে ও পা রাখলে আমাদের মাটি অপবিত্র হবে। ওকে পশ্চিমবঙ্গেই রাখা হোক। কিংবা ওখান থেকে কানাডার দিকে পাঠিয়ে দেয়া হোক। সেখানে ওকে আমরা দেখে নিবো।’

‘কিন্তু উনি গ্রেফতার হওয়ার পর আপনিই তো সরকারকে ধন্যবাদ দিয়েছেন। দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন?’ আমাদের এমন তথ্যে এই রাঘববোয়াল বলেন, ‘তখন আমি বুঝিনি ও যে আরও আরো রাঘববোয়ালের নাম বলবে। আমরা চাই না, ওর এই অপবিত্র মুখে আমাদের নাম উচ্চারিত হোক।’

১৪২ পঠিত ... ১৬:৩৮, মে ১৬, ২০২২

Top