শ্রীলঙ্কায় বিএনপির ২৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৮০৭ পঠিত ... ১৮:২২, মে ১১, ২০২২

Srilanka bnp mamla

শ্রীলংকায় সরকার সমর্থকদের সাথে সাধারণ জনতার চলছে তুমুল সংঘর্ষ। এ সংঘর্ষের জের ধরে ক্ষুব্ধ জনতা পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে এবং সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনার পরপরই শ্রীলংকায় বিএনপির ২৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।  

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এইসব ঝামেলাগুলা আসছে। ওখানকার অনেক মন্ত্রী আমাদেরকে এমন তথ্যই দিয়েছেন। আমাদের দেশের মানুষজন শান্তিপ্রিয়। হেলমেট পরে আমাদের দেশের মানুষ ওখান থেকেই শিখছে।’

দেশের এক মন্ত্রীর কাছে এ নিয়ে জানতে চাইলে এক কাল্পনিক সূত্রকে তিনি জানান,'ওদের তো ইদের পরে আন্দোলন করার কথা, ইদের পর যে আন্দোলনের কথা ওরা বলছিলো ওটাই ওরা শ্রীলংকাতে করতেছে। ওদের আরো কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা উচিত। বিশ্বশান্তির লক্ষ্যে আমরাও এই ঘটনার দেশে আরেকটা মামলা করবো বলে ভাবতেছি।’

তবে এমন অভিযোগ সম্পূর্ণ নাকচ করেছে বিএনপি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন,' মুখে যতই আমাদেরকে গালিগালাজ করুক, আসল ঘটনা সবাই জানে। শ্রীলঙ্কায় যারা এসবের সাথে জড়িত এদের প্রত্যেকের ঘরে ঘরে হেলমেট, হকি স্টিক পাওয়া যাবে৷ এর আগে আমাদের দেশেও এমন হইছে। নিউমার্কেট সংঘর্ষের কথা মনে নাই? আর বেশি কিছু বললাম না। ফুডপান্ডার ডেলিভারিম্যান আইসা পড়লে আবার সমস্যা...’

৮০৭ পঠিত ... ১৮:২২, মে ১১, ২০২২

Top