শ্রীলংকার বর্তমান অবস্থার পেছনে বিএনপির ষড়যন্ত্র আছে বলে জানালেন সরকারের বিএনপির বিষয়ক মন্ত্রী

৩৬৬ পঠিত ... ১৬:৩১, মে ১০, ২০২২

Srilanka-npshorojontro

বেশ কিছুদিন ধরে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পর ভয়াবহ বিপাকে মাহিন্দা রাজাপক্ষের দলের। বিক্ষুব্ধ জনতা মন্ত্রীদের বাসভবনের হামলা করার পাশাপাশি সরকারিদলের এমপি মন্ত্রীদের উপরও চড়াও হয়েছে। তবে শ্রীলংকার এমন পরিস্থিতির জন্য উগান্ডার বিএনপি বিষয়কমন্ত্রী দায়ী করছে বিএনপিকে। বিএনপির গভীর ষড়যন্ত্রের কারণেই এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে বলে মত দেন তিনি।

আজ এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘পাশের বাসার কারো এ প্লাস পাওয়ার খবর আপনার বাসায় আসলে যেমন আপনার বাসায় একটা অস্থিরতা তৈরি হয়, শ্রীলঙ্কার বিষয়টিও হয়েছে তেমন। শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য আমাদের দেশে তৈরি হয়েছে নানান সমালোচনা। এদিক থেকে বিবেচনা করলে স্পষ্টই বুঝা যায়, দেশের মানুষকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ ধরার লক্ষ্যে বিএনপি শ্রীলঙ্কাতে গেঞ্জামটি লাগিয়েছে।‘

এ প্লাস পাওয়া বিষয়ে তিনি বলেন, ‘আজ আমাদের একজন আম্মা থাকলে উনি হয়তো আমাদেরকে শ্রীলঙ্কার পা ধোয়া পানি খেতে বলতো। ভাগ্যিস নেই।‘

এসময়ে তিনি বিএনপির বিষয়ে সোচ্চার হওয়ার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেন। তিনি বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে বিএনপির ষড়যন্ত্র পৌঁছে গেছে আন্তর্জাতিক মহলেও। এখনই তাদেরকে প্রতিহত করা না গেলে এরা মঙ্গল, চাঁদে গিয়েও ষড়যন্ত্র করবে।‘

শ্রীলঙ্কার এই অবস্থার জন্য একটা পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, ‘দেখুন, বিএনপি যখন সরকারী দল ছিলো, আমরা বিরোধীদল। তখন আমরা প্রতিবেশি দেশকে বিপদে ফেলার জন্য এমন কোন কাণ্ড করিনি। বিএনপি করতেছে। এ থেকেই বুঝা যায়, বিএনপি দেশ, দশ ও বিশ্ব কারোরই ভালো চায় না।‘

৩৬৬ পঠিত ... ১৬:৩১, মে ১০, ২০২২

Top