বাসা থেকে বের হলে সয়াবিন তেল আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার নির্দেশ

২৩৫ পঠিত ... ১৬:২৮, মে ০৯, ২০২২

Attiyer-basay

বাসা থেকে কোথাও গেলে সয়াবিন তেলের বোতল আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার নির্দেশনা দিয়েছে উগান্ডা পুলিশ কমিশনার। এই সময়ে অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে রক্ষা পেতে রাজধানীসহ সারাদেশের মানুষকে এই নির্দেশনা মেনে চলার আহবান করেন তিনি।

আজ সকালে এক সংবাদ বিবৃতি তিনি বলেন, ‘স্বর্নালংকার বাসায় রাখতে পারেন। সমস্যা নেই। সংঘবদ্ধ একটা চক্রের এখন সয়াবিন তেলের উপর নজর পড়েছে। এরা বাসা-বাড়ি থেকে সয়াবিন তেলে নিয়ে যাচ্ছে। সুতরাং একটু সাবধান থাকুন। সতর্ক থাকুন। পরে তো আমার চুরি হলে আমাদের দোষ দিবেন।‘

তেলের পরিমাণ যত কমই হোক, কোনভাবেই সেটাকে অবহেলা করা যাবে না বলে জানান কমিশনার। তিনি বলেন, ‘মাস্টারি করবেন না। গতকালকে রাতে আমার বাসা থেকেই ২৫০ গ্রামের একটা সয়াবিনের বোতল চুরি হয়েছে। আমি তো কাউকে বলতেও পারি না।‘

বেশি পরিমাণ তেল হলে পুলিশি নিরাপত্তা নেয়ার ব্যাপারেও নগরবাসীকে আহবান করেন তিনি। তিনি বলেন, ‘১ লিটারের বেশি তেল বাসায় রাখলে আমরা ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দিবো। দোকান থেকে একসাথে ১ লিটার তেল না নেওয়াই ভালো। যদিও বিশেষ প্রয়োজনে নিতে হয় তাহলে নিকটস্থ থানা থেকে সাহায্য নিন। পুলশের গাড়িতে করে আপনাদের বাসায় পৌঁছে দেয়া হবে।‘

বাসায় সতর্কতা অবলম্বনের পাশাপাশি তৈলাক্ত ত্বকের মানুষদের এই সময়ে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেন তিনি। একটি পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘গত কিছুদিনে শহর থেকে ২৫০ তৈলাক্ত ত্বকের মানুষ নিখোঁজ হয়েছে। পরে তাদের এখানে সেখানে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেলেও তাদের ত্বকে ছিলো না তেলের ছিটেফোঁটাও।‘

২৩৫ পঠিত ... ১৬:২৮, মে ০৯, ২০২২

Top