চালু হচ্ছে বাংলাদেশ রেলওয়ে'র নতুন ট্রেন ‘শ্বশুরবাড়ি এক্সপ্রেস'

৪৮৬ পঠিত ... ১৯:০২, মে ০৮, ২০২২

Shoshurbari-express

দেশে প্রথমবারের মতো অফিশিয়ালি চালু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নতুন ট্রেন ‘শ্বশুরবাড়ি এক্সপ্রেস’। সাম্প্রতিক সময়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয়দের নিয়ে ঘটে যাওয়া ঘটনার রেশ ধরেই এমন ঘোষণা আসে রেল মন্ত্রণালয়ের এক ভুয়া ওয়েবসাইট থেকে।

জানা যায়, এর আগে অনানুষ্ঠানিকভাবে আত্মীয় স্বজনের জন্য নির্ধারিত ইউনিট থাকলেও আলাদা ট্রেনের প্রস্তাবটি সম্পূর্ণ নতুন। মন্ত্রীদের শ্বশুরবাড়ির লোকজনের জন্য বিশেষভাবে নির্মাণ করা এই ট্রেনের বগির সংখ্যা থাকবে সীমিত। প্রতিটি কামরার সাথে এটাচড থাকবে ফ্রিজ, ওভেন, হোম থিয়েটার এবং উন্নত ওয়াশরুমের সু-ব্যবস্থা। ট্রেনের মাঝামাঝি জায়গায় থাকবে একটি সু-সজ্জিত ফোয়ারা, বিভিন্ন রঙের আলো ঠিকরে বের হবে সেখান থেকে। তার ডান দিকেই থাকবে একটি সেলফি কর্নার।

তবে এই ট্রেনের টিকেট কাটতে হলে দেখাতে হবে বিশেষ আইডি কার্ড৷ সেখানে লেখা থাকবে তারা কোন মন্ত্রীর আত্মীয়, তাদের ভেতর সম্পর্ক কী,কতদিন যাবৎ মন্ত্রীর সাথে সম্পর্ক এবং শেষে মন্ত্রীর সাথে একটি সেল্ফি ও তার স্বাক্ষর। কেউ ভুয়া আইডি কার্ড প্রদান করলে তাকে আজীবন রেলওয়ে সার্ভিস থেকে বয়কট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর শালার বন্ধুর মামার ছোট মেয়ের ভাসুর বলেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। মন্ত্রীরা মনে হয় একথা ভুলেই গিয়েছিলেন৷ বর্তমান রেলমন্ত্রীর কাছ থেকে আমাদের সবারই অনেক কিছু শেখার আছে...’

তবে শুধু 'শ্বশুরবাড়ি এক্সপ্রেস' হওয়ার এতে অভিমান করেছেন বিভিন্ন মন্ত্রীদের বাপের বাড়ির লোকজন। এ প্রসঙ্গে হাশেম মোল্লা নামক এক ব্যক্তি জানান, ‘ছোট বেলায় ওরে (মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম) কত দেখলাম উদাম হইয়া ঘুরতাছে। কত কান্ধে নিয়া ঘুরলাম। আর আইজকা মন্ত্রী হইয়া শ্বশুরবাড়ির জন্য ট্রেন চালু করছে। এই কষ্ট কই রাখি? ’

৪৮৬ পঠিত ... ১৯:০২, মে ০৮, ২০২২

Top