আসছে রেলমন্ত্রীর জীবনীনির্ভর সিনেমা 'জামাই নম্বর ওয়ান'

৫৫৯ পঠিত ... ১৩:৩০, মে ০৭, ২০২২

Jamai-No

ঈশ্বরদী থেকে ঢাকা আসছে ট্রেন। টিকিট ছাড়া সেই ট্রেনের এসি কামরায় চড়েছেন রেলমন্ত্রীর স্ত্রীর তিন ভাগ্নে। বিনা টিকিটে চড়ার অপরাধে জরিমানা টিটি তাদের জরিমানা করে শোভন শ্রেণীর কামরায় বসতে বলেন। এর জের ধরে সাময়িক বরখাস্ত হতে হয়েছে টিটি মোঃ শফিকুল ইসলামকে।

শ্বশুরবাড়ির আত্মীয়ের প্রতি এমন নজিরবিহীন সম্মান মুগ্ধ করেছে বিশ্বের বিখ্যাত সব সিনেমা পরিচালককে। মুগ্ধতায় রেলমন্ত্রীর জীবনের এই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণাও দিয়েছেন অনেকে।

তাদের মধ্যে অন্যতম কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী। আজ সকালে এই ঘটনা জানার পর স্ক্রিপ্টের কাজে হাত দিয়েছেন বলেও জানান তিনি।

সৃজিত বলেন, ‘আমরা এমন পৃথিবীতে বাস করছি, যেখানে শ্বশুরবাড়ির আত্মীয়দের অনেকেই দাম দেয় না। উলটো যৌতুকসহ নানাবিধ রিসওয়াতের জন্য চাপ দিতে থাকে। সেখানে রেলমন্ত্রীর এমন ঘটনা একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমন দৃষ্টান্ত নিয়ে সিনেমা হওয়া উচিত।‘

ইতোমধ্যে সিনেমার নামও ঠিক করে ফেলেছেন তিনি। সিনেমার নাম ‘জামাই নম্বর ওয়ান’ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রেলমন্ত্রী মানেই অন্য রকম কিছু। জামাই হিসেবে তারা সবসময় নাম্বার ওয়ান। এই সিনেমার নামও হবে জামাই নম্বর ওয়ান।’

অনেকে এই ঘটনার সমালোচনা করায় কিছুটা ক্ষুব্ধ হয়েছেন বিখ্যাত হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান। তিনি বলেন, ‘মানুষ সমালোচনা কেন করছে বুঝলাম না। শ্বশুরবাড়ির আত্মীয় ম্যান! একটা মান-ইজ্জতের ব্যাপার আছে তো। নইলে তো শ্বশুরবাড়ির সবাই বলবে, ‘মন্ত্রী হলেও জামাই একটা লুথা।’

এ সময়ে তিনি কিছুটা রেগে গিয়ে বলেন, ‘কতবড় সাহস, রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নের টিকিট দেখতে আসে। মগের মুল্লুক পাইছে নাকি?’

৫৫৯ পঠিত ... ১৩:৩০, মে ০৭, ২০২২

Top