সিজিপিএ'র উপর ভিত্তি করে সালামি দিচ্ছেন নারায়ণগঞ্জের ফয়সাল

৬৯৯ পঠিত ... ১৯:৫৪, এপ্রিল ৩০, ২০২২

CGPA-r-upor-salami

আর ক'দিন পরই আসছে সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদ-উল-ফিতর৷ ইদের দিন ছোটদেরকে সালামি দেওয়ার রেওয়াজ এ উৎসবের যেন অবিচ্ছেদ্য অংশ। তবে প্রত্যেকবারই সালামির পরিমাণ নিয়ে দ্বিধা-দ্বন্দে ভুগতে দেখা যায় এলাকার বড়ভাই এবং মুরুব্বিদের। এ ঝামেলা এড়াতে এবার ভিন্ন রকম এক আইডিয়া নিয়ে এসেছেন নারায়ণগঞ্জের ফারদিন ফয়সাল (২৫) নামের এক যুবক। জানা যায়, এবার হতে তিনি সিজিপিএ'র উপর ভিত্তি করে সালামি দিবেন।

এ ব্যাপারে ফয়সাল জানান, ‘প্রত্যেকবার এই নিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়। জুনিয়ররা পকেট হাতড়ায়া হাজার হাজার টাকা নিয়ে যায়। তাই এবার থেকে এই সিস্টেম। পাঁচ টাকার ৩০০ বান্ডেল রাখছি, আর সাথে পাঁচ আনার পয়সা। যার যত সিজি, ওইভাবেই দেওয়া হবে। বেশি সালামির জন্য হইলেও পোলাপান এরপর থেকে ভালোভাবে পড়ালেখা করবে....’

তবে এই সিস্টেম এর বিরোধিতা করে রাস্তায় মিছিল বের করেন প্রাইমারি ও হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের পক্ষ থেকে নবম শ্রেণীর নবনীতা সেন (১৬)  জানান, ‘সিজিপিএ মানে?স্কু লে আমাদেরকে কে সিজিপিএ দিবে? ফয়সাল ভাইয়ের এই সিদ্ধান্ত মানি না..’

আনন্দের ব্যাপার এই যে, এদের ব্যাপারেও চিন্তা করে রেখেছেন অভিনব বুদ্ধির জনক ফয়সাল। তিনি জানান, ‘আমি সম্পূর্ণ সিস্টেমটিকেই পরিবর্তন করতে চাই। শুধু ভার্সিটির ছেলেমেয়েরা সালামি পাবে এমন নয়। যারা স্কুলে পড়ছে তারা তাদের শেষ বোর্ড পরীক্ষার জিপিএ অনুযায়ী নাম্বার পাবে। কেউ যদি জিপিএ-৪ পায় তাহলে সে চার টাকা, কেউ যদি জিপিএ-৫ পেলে ৫ টাকা এবং  গোল্ডেন এ প্লাসের ক্ষেত্রে সাড়ে ৫ টাকা সালামি পাবে। শুধু তাই নয়, যারা এখনো পিএসসি পরীক্ষা দেয়নি, অর্থাৎ নার্সারি থেকে ক্লাস ফাইভে পড়ছে তারা তাদের ক্লাসের মান অনুযায়ী সালামি পাবে। ক্লাস থ্রি-তে পড়া শিশু পাবে ৩ টাকা, ফোরে থাকলে ৪ টাকা—এভাবে। আশা করি এভাবেই একদিন ইনসাফ প্রতিষ্ঠা হবে সমাজে.... ’

ফয়সালের বক্তব্যে সবাই সাম্যের আলো দেখতে পেলেও কিছুটা নাখোশ হয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ। তাদের নেই কোনো সিজিপিএ, নেই বোর্ড পরীক্ষার জিপিএ। তাদের পক্ষ থেকে প্রফ পরীক্ষার মোট নাম্বার (১২০০) এর উপর ভিত্তি করে সালামি চাইলে মিষ্টি হেসে ফয়সাল বলেন, ‘নো। প্রফ পরীক্ষা নয়, আমি শেষ আইটেমে (আউট অব ১০) প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে সালামি দিবো তোমাদেরকে...’

৬৯৯ পঠিত ... ১৯:৫৪, এপ্রিল ৩০, ২০২২

Top