ঘনিয়ে আসছে চাঁদ রাত, জোর প্রস্তুতি চলছে চাঁদ দেখা কমিটির

৭৭৫ পঠিত ... ১৭:১২, এপ্রিল ২৮, ২০২২

Chand-dekha

চাঁদ রাতকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিস্কোপ প্রস্তুত করার পাশাপাশি আরো বেশ কিছু আনুষঙ্গিক বিষয়াদি নিয়েও কাজে ঝাঁপিয়ে পড়েছেন তারা। স্বপ্নে চাঁদ দেখা কমিটির সদর দপ্তরে গিয়ে কর্মব্যস্ত পরিবেশ দেখে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।  

চাঁদ দেখা কমিটির এক অবিশ্বস্ত সূত্র প্রস্তুতির নানা বিষয় নিয়ে আমাদের সাথে বলেন। সেই সূত্র থেকে জানা যায়, চাঁদ দেখার পূর্ব প্রস্তুতি স্বরূপ সৌদির একাধিক টিভি চ্যানেল টিউনিং করে রাখা হয়েছে। রাতদিন চব্বিশ ঘণ্টা সেইসব চ্যানেলের দিকে তাকিয়ে আছে কর্মকর্তারা। স্বচক্ষে চাঁদ দেখে আসার জন্য ৩০০ সদস্যের একটি দলকে সৌদিতে পাঠানোর ভাবনা আছে বলেও জানান তারা।

বাড়তি প্রস্তুতি হিসেবে সৌদির দিকে তাক করা হয়েছে টেলিস্কোপ। দিনে দুবার করে পরিস্কার করা হচ্ছে টেলিস্কোপের কাচ। টেলিস্কোপের আশেপাশের থাকা গাছের ডালপালা ছাটানোর কাজও চলছে পুরোদমে। শেষ মুহূর্তে যেন কোন ধরনের সমস্যা না হয় সেজন্য সেজন্য দুবাই ও কুয়েতের দিকে আরো দুটি টেলিস্কোপ তাক করে রাখা আছে।

চাঁদ দেখাতে এবার কোন সমস্যা চান না এমনটা উল্লেখ করে চাঁদ দেখা কমিটির এক ভূয়া কর্মকর্তা বলেন, ‘প্রস্তুতি যেভাবে নিচ্ছি। চাঁদ আমরা দেখবোই। সৌদিতে ইদের পরের আমাদের এখানে ইদ হবেই ইনশাআল্লাহ।‘

৭৭৫ পঠিত ... ১৭:১২, এপ্রিল ২৮, ২০২২

Top