বাবার কথা জিজ্ঞেস করায় ক্ষেপে গেলেন টেকনাফের বদি

৬৫১ পঠিত ... ১৭:০৭, এপ্রিল ২৮, ২০২২

Baba-bodi

আবদুর রহমান বদি—বাংলাদেশের এক স্বনামধন্য রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও 'টেকনাফের সম্রাট' হিসেবে পরিচিত এক নাম। সামুদ্রিক উপকূলে থাকেন অথচ বদির নাম শোনেননি, এমন মানুষ নেই বললেই চলে। এক অবিশ্বস্ত সূত্র থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, শীঘ্রই ‘ফেস অব বাংলাদেশ’ সম্মাননা পেতে যাচ্ছেন আমাদের প্রিয় আবদুর রহমান বদি।

এ খবর নিশ্চিত করতে আমরা চলে যাই বদির বাসায়। ক্যারিয়ার নিয়ে আলোচনার এক পর্যায়ে বাবা সম্পর্কে জিজ্ঞেস করায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান বদি। এত আনপ্রেডিক্টেবল ব্যবহারে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় এবং কিছুক্ষণের ভেতরই নেমে আসে শোকের মাতম।   

এ ব্যাপারে সেখানে উপস্থিত সাংবাদিক জানান, ‘স্যারকে জিজ্ঞেস করছিলাম বাবার কী অবস্থা? উনার বর্তমান সাফল্যে বাবার কোনো অবদান আছে কি না?—এই প্রশ্নের পরই উনি ক্ষেপে যান। আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। সাক্ষাতকার শেষে স্ট্যাটাস দিয়ে আমাকে দেখে নিবেন বলেও জানান। আমি এখনও বুঝতে পারতেছি না বাবাকে নিয়ে জিজ্ঞেস করায় এই চেইতা যাওনের কি আছে?'

নিরীহ সাংবাদিকটি আরও বলেন, ‘আমরা সফল ব্যক্তিদেরকে প্রায়ই বাবাদের নিয়ে প্রশ্ন করে থাকি। হুমায়ূন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। এছাড়া আমাদের হাতেও তো প্রশ্ন ঘুরেফিরে এগুলাই। অভিষেক বচ্চনকে কম জিজ্ঞেস করা হইছে? সুকুমার রায়,সত্যজিৎ রায়,সন্দীপ রায় উনাদেরকে বাবা নিয়ে জিজ্ঞেস করা হয় নাই? উনারা তো কেউ স্যারের মত চেইতা যান নাই..অদ্ভুত ব্যাপার... ’

আব্দুর রহমান বদির এমন অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে উপস্থিত এক প্রবীণ সাঙবাদিক বলেন, ‘সবারই যে বাবাকে নিয়ে মধুর স্মৃতি থাকবে, এমনটা নয়। হয়তো বদি স্যারের ক্ষেত্রেও কোনো টক্সিক এক্সপেরিয়েন্স আছে যা তিনি সামনে আনতে চাইছেন না। আপনারা শুধু শুধু তাকে বিরক্ত করা বন্ধ করেন...’

৬৫১ পঠিত ... ১৭:০৭, এপ্রিল ২৮, ২০২২

Top