ইদে ফাঁকা হবে ঢাকা, গভীর খাদ্য সংকটের আশঙ্কায় মশারা

১৮৮ পঠিত ... ১৫:৩২, এপ্রিল ২৫, ২০২২

Mosha

প্রিয়জনের সাথে ইদ কাটাতে ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে যাওয়া শুরু করেছে ঢাকাবাসী। এই সপ্তাহটা শেষ হলে অনেকটাই ফাঁকা হয়ে যাবে এই শহর। সাধারণ মানুষের জন্য বিষয়টি অত্যন্ত আনন্দের হলেও মশারা খাদ্য সংকটের আশঙ্কায় দিন কাটাচ্ছে। এ নিয়ে মশা সমাজে দেখা দিয়েছে চরম আতঙ্ক।  

এ নিয়ে আজ রাজধানীর মিরপুরে মশা সদর দপ্তরে ‘আসন্ন খাদ্য সংকট ও করনীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় মশা সমাজ। সভায় তারা সংকটের কারণ ও উত্তরনের উপায় নিয়ে কথা বলেন।  

আসন্ন সংকট মোকাবেলায় সঞ্চয়ের বিকল্প নেই-এমনটা উল্লেখ করে এক বিশেষজ্ঞ বলেন, ‘আমাদের হাতে সময় আছে ৩-৪ দিন। এই ৩-৪ দিন এক্সট্রা ডিউটি করতে হবে। বেশি বেশি করে রক্ত সংগ্রহ করে সঞ্চয় করতে হবে। রাতে ডিউটির পাশাপাশি দিনের বেলায়ও আরাম করা যাবে না। তবেই আমরা এই সফলভাবে এই সংকট উত্তরন করতে পারবো।’

মশাদের রাষ্ট্রীয় রক্তভাণ্ডারের কী হবে? সেখানে মজুদ করা রক্ত কারা পাবে? সভায় উপস্থিত এক সিনিয়র মশার এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞ বলেন, ‘মজুদ তো নাই। ওইগুলা অনেক আগেই শেষ।’ যদিও পাশ থেকে একজন ফিসফিস করে বলেন, ‘ওইগুলা নেতাদের খাটের তলায়। স্যার একটু পাবেন। আমরা একদমই পাবো না।’

খাদ্য সংকটের কারণে ঢাকায় মশা সমাজের মাঝে এই কয়দিন অপরাধ কর্মকাণ্ড বেরে যেতে পারে বলেও ধারণা করছে অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ‘বখাটে মশারা এই সময় রক্ত ছিনতাই করতে পারে। টাকা না দিয়ে মার্কেট থেকে নিয়ে যেতে পারে রক্ত। আমাদের সতর্ক থাকতে হবে।’

মেয়রদের কাছে কিছু চান কি না? আমাদের এমন প্রশ্নে এক বিজ্ঞ মশা বলেন, ‘চাইবো না কেন? অবশ্যই চাই। আমরা আছি বলেই তো ওনারা নির্বাচনে জিতেন। ওনাদের কাছে অনুরোধ করবো, এই কয়দিন একটি বেশি বেশি করে ফগার মেশিনে করে মেডিসিন মাইরেন। এতে নেশা হবে। নেশা হলে ক্ষিদার কথা মনে থাকবে না।’

১৮৮ পঠিত ... ১৫:৩২, এপ্রিল ২৫, ২০২২

Top