ইদের পর আন্দোলনের ডাক ইমরান খানের, কপিরাইট আইনে মামলা করার কথা ভাবছে বিএনপি

৪৯০ পঠিত ... ১৪:৫৬, এপ্রিল ২৩, ২০২২

imran khan thumb

অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর কিছুদিন আগে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকেই দলটি আন্দোলন করে আসছে। সম্প্রতি আন্দোলন কিছুটা জৌলুস হারালেও সামনে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। অনেকে ধারণা করছেন, ইদের পরই হবে এই কঠোর আন্দোলন।

এদিকে ইমরান খানের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বিএনপি। বিএনপির আইডিয়া ক্রেডিট ছাড়া কপি করায় এমন ক্ষোভ তাদের। ইমরান খানের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করবেন বলেও জানান জানায় বিএনপির একটি ভূয়া সূত্র।

সূত্রটি বলেন, ‘১২ বছর ধরে ইদের পর আন্দোলন স্ট্যাটাস দিয়ে আসছি আমরা। এটা সবাই জানে। সারাবিশ্ব জানে। ইমরান খানে এভাবে নির্লজ্জের মত কয়টা লাইকের জন্য আমাদের আইডিয়া মেরে দিলো! কপিবাজ একটা। মামলা না করলে এদের শিক্ষা হবে না।‘

এর আগে অনেকেই বিএনপির ইদের পর আন্দোলনের স্ট্যাটাস মেরে দিয়েছে বলে জানায় সূত্রটি। তিনি বলেন, ‘এর আগে ট্রাম্পও একই কাজ করছে। হালকা চেঞ্জ করে শুধু সাথে বড়দিন লাগাইছে। একই কাজ করছে বিজেপিও। কলকাতায় হারার পর সাথে পূজা লাগিয়ে ভেবেছে খুব পরিবর্তন করলো। কিন্তু মানুষ তো বুঝে ফেলেছে। এক এক করে সবার বিরুদ্ধে মামলা করবো।‘

মামলাটা করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ইদের পর।‘

কোথায় মামলা করবেন সেটাও জানতে চাই আমরা। সূত্রটি বলেন, ‘অবশ্যই আন্তর্জাতিক আদালতে। দেশের কোন আদালতের কোন মামলায় আমরা জিতি না। সো নো রিস্ক।‘

৪৯০ পঠিত ... ১৪:৫৬, এপ্রিল ২৩, ২০২২

Top