ইফতারের পর নিউমার্কেট এলাকায় বায়ু দূষণ সবচেয়ে বেশি থাকে। বলছে গবেষণা

৭৪৫ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ২০, ২০২২

Bayu-dushan (1)

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আছে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা এ দেশের রাজধানী ঢাকা। এ শহরের জলে,স্থলে,আকাশে,বায়ুতে সর্বত্রই আছে জাদুর ছোঁয়া। না চাইতেই ঘুমের ভেতর দ্বিগুণ হয়ে যাচ্ছে মাথাপিছু আয়, খাবার পানি চাইলে পাওয়া যায় বেলের শরবত, রাস্তাঘাট জুড়ে কেবল মেট্রোরেল আর ফ্লাইওভারের ছড়াছড়ি। তবে এদেশের সবকিছু ঠিকঠাক থাকলেও সম্প্রতি বায়ূ দূষণ নিয়ে আসা প্রতিবেদনটি নজর কেড়েছে সচেতন নাগরিক সম্প্রদায়ের। একটি ভূয়া সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে নিউমার্কেটের কথা। জানা যায়, রমজান মাসে ইফতারির ঠিক পর পর নিউমার্কেটে বায়ু দূষণের পরিমাণ পৃথিবীর যেকোন অঞ্চলের চেয়ে বেশি থাকে।

এক সত্য গবেষণায় জানা যায়, বায়ু দূষণের কারণে বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস, কিন্তু ঢাকায় কমেছে প্রায় সাত বছর সাত মাস৷ তবে বায়ু দূষণের কারণে ঢাকার নিউমার্কেট এলাকায় রোজার মাসে মানুষের গড় আয়ু কমে যায় অন্তত দশ বছরের বেশি।

এ ব্যাপারে তোফাজ্জল নামক এক নিউমার্কেট ব্যবসায়ী বলেন, ‘ভাইজান, দুই মিনিট আমার দোকানে বইসা থাকেন। কাউরে না জিগাইলেও ইফতারে কে কি খাইছে সব টের পাইবেন। মাঝেমাঝে মন চায় সব ফালায়া একটা দৌড় দেই। শুধু পেটের দায়ে বইসা আছি এইখানে...’ 

শুধু তাই নয়, পন্দ্রবায়ুর তীব্রতায় গত পরশুদিন নাসির (৪৬) নামের এক অলংকার ব্যবসায়ী হার্ট অ্যাটাক করেছেন বলে শোনা যায়। ঘটনাটি খতিয়ে জানা যায়, ইফতারের পর এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে নিউমার্কেটে আসেন জুয়েলারি কিনতে। ডিজাইন দেখার এক পর্যায়ে ভদ্রলোক হঠাৎ বিস্ফোরণ ঘটান। এতে কেউ নিহত না হলেও গুরুতর আহত হয়েছেন নাসির সহ দোকানে থাকা অন্যান্য কাস্টমার। এরপর থেকেই মূলত সরব হয়েছেন লোকাল বিক্রেতারা।

নাসিরের ছেলে তামিম (২৭) ক্ষুব্ধ হয়ে জানান,‘প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত পা*র জন্য জরিমানা করা উচিৎ। ঠাস(উচ্চশব্দে) পা*=১০০০ টাকা, ঠুস(স্বল্প শব্দে) পা*=৫ ০০টাকা। তবে একটা 'পাবলিক পাদাগার' বানাইলেও খারাপ চলবে না..ওইখানে মানুষ  জাস্ট ওই কাজের জন্যই যাবে....’

৭৪৫ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ২০, ২০২২

Top