আপনারা অহেতুক মারামারি করবেন না; নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৪৭৩ পঠিত ... ১৫:২৪, এপ্রিল ১৯, ২০২২

Ohetuk-maramari

গতরাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধোরকে কেন্দ্র করে গতরাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষ বাঁধে। ইফতারের সময় বিরতি দিয়ে আজ সকাল থেকে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।

এদিকে দুইপক্ষের এমন সংঘর্ষ থামাতে শান্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। অহেতুক মারমারি না করার অনুরোধ করেন ব্রাহ্মণবাড়িয়ার এক সিনিয়র সিটিজেন। তিনি বলেন, ‘অহেতুক মারামারি করে এভাবে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার কোন মানে হয় না। আপনারা শান্ত থাকুন। ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা শান্তির আহবান জানাচ্ছি।‘

ঢাকা কলেজ ও নিউমার্কেট ব্যবসায়ীদের মারামারি কারণ বিশ্লেষণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মারামারি বিশ্লেষক। মারামারির কারণ ওনার কাছে যথেষ্ট শক্ত মনে হয়নি। তিনি বলেন, ‘চারজনকে মারছে সেজন্য মারামারি করাটা ঠিক যৌক্তিক মনে হলো না। এটা আলোচনার মাধ্যমেও সমাধান করা যেতো। আজ যদি ঢাকা কলেজের দিকে নিউমার্কেটের কেউ থুথু মারতো কিংবা নিউমার্কেটের দিকে ঢাকা কলেজের কেউ থুথু মারতো তাহলে আপনারা মারামারি করতে পারতেন। সেক্ষেত্রে আমরাও মারামারিতে যোগ দিতাম।‘

অতি দ্রুত মারামারি বন্ধ করে শান্তি বজায় রাখতে উদাত্ত আহবানের পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অনেকে। এমনই একজন বলেন, ‘আমরা শান্তি চাই। আধাঘণ্টার ভিত্রে মারামারি বন্ধ করে এলাকা শান্ত না করলে ট্যাঁটা বল্লম নিয়া আমরা আসতেছি। কীভাবে শান্তি ফিরিয়ে আনতে হয় তা আমরা জানি।‘

৪৭৩ পঠিত ... ১৫:২৪, এপ্রিল ১৯, ২০২২

Top