সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পহেলা বৈশাখ পালন করলো চাঁদপুরবাসী

৯২৪ পঠিত ... ১৪:৫৫, এপ্রিল ১৩, ২০২২

Saudir-sathe-mil-rekhe

 

বছর ঘুরে আবারো আসলো নতুন বছর। আগামীকাল বৈশাখের এক তারিখে নানান আয়োজনে বাংলা ভাষাভাষিরা বরণ করে নেবে নতুন বছরকে। কিন্তু চাঁদপুর থেকে ইতোমধ্যে খবর এসেছে, সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই তারা বৈশাখ পালন করে ফেলেছেন। আজ সকাল থেকে নানান উৎসব, উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরন করেন তারা।  

এ বিষয়ে চাঁদপুরের বৈশাখ উদযাপন কমিটির সভাপতি সালমান বিন রাহমান বলেন, ‘দেখুন, আমরা সবকিছুই সৌদির সাথে মিল রেখে করি তা তো আপনারা জানেনই। সেজন্য বৈশাখটাও বাদ দেইনি। অনেকে হয়তো বলবেন, সৌদি তো বৈশাখ পালন করে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যদি তারা বৈশাখ পালন করতো, বাংলাদেশ থেকে একদিন আগেই তো করতো! নাকি!’

বৈশাখের উৎসবেও ছিলো সৌদির ছোঁয়া। পাঞ্জাবি না পরে তারা পরেছেন জুব্বা, মাথায় দিয়েছেন চাবুক সদৃশ কালো রঙয়ের বিশেষ বেল্ট। পান্তা-ইলিশের পরিবর্তে খেয়েছেন পান্তা-খুরমা। সাথে খুরমার আলুভর্তা, খুরমার শুকনা মরিচ ও খুরমার বেগুনভাজিও ছিলো।

অনেকের কাছে বিষয়টিকে বাড়াবাড়ি মনে হলেও চাঁদপুরবাসী একদমই সেরকম ভাবছেন না। তারা বিষয়টিকে প্রাকৃতিক নিয়ম হিসেবেই দেখছেন। এমনই একজন বলেন, ‘হয়তো বিশ্বাস করবেন না। গতরাতে আমরা সৌদির আকাশে বৈশাখের চাঁদও দেখেছি। সকাল থেকে কালমরু ঝড়ও হয়েছে। এটাকে আপনারা কাকতালীয় বলবেন? এটা মোটেও কাকতালীয় না।' 

বিষয়টি সম্পর্কে জানার পর খুশি হওয়ার পাশাপাশি কিছুটা আফসোস করেন সৌদির বর্তমান বাদশা। তিনি বলেন, ওরা আমদেরকে আগে বলবে না। তাহলে আমরাও আজ বৈশাখ পালন করতাম। এখন যদি করি তবে কি চাঁদপুরকে অসম্মান করা হবে? ওনারা যদি একটি এজাজত দেন তাহলে আমরাও বৈশাখ পালন করবো।'

 

৯২৪ পঠিত ... ১৪:৫৫, এপ্রিল ১৩, ২০২২

Top